মুম্বই, 21 এপ্রিল: 2019 সালে ঈদে মুক্তি পেয়েছিল 'ভারত'। তারপর বেশ কয়েকবছর আর প্রধান চরিত্রে সেভাবে দেখা যায়নি সলমন খানকে ৷ এবার সামনে এল তাঁর নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ ঈদে যাঁরা তাঁদের প্রিয় ভাইজানের ছবির জন্য অপেক্ষা করে থাকেন তাঁদের জন্য এই উপহার নিয়ে হাজির ভাইজান ৷ সোমবার সন্ধ্যা থেকেই শুরু হয়ে গিয়েছিল ছবির প্রি-বুকিং ৷ তা থেকে ট্রেড অ্যানালিস্টরা মোটের উপর একটি ধারণা করেছেন কেমন আয় করবে এই ছবি ৷
এই বিগ বাজেট ছবি সারা দেশ জুড়ে মোট 4500 স্ক্রিন পেয়েছে ৷ আর একইসঙ্গে বিদেশেও 1200 স্ক্রিনে মুক্তি পেল 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ অর্থাৎ প্রায় প্রতিদিন 16000 স্ক্রিনিং হতে চলেছে এই ছবির ৷ বিদেশে খুব কম হিন্দি ছবিই এত স্ক্রিন পেয়ে থাকে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন ৷ এই তালিকায় 'কিসি কা ভাই কিসি কি জান'-এর সঙ্গে রয়েছে 'পাঠান','ব্রহ্মাস্ত্র', 'ঠাগস অফ হিন্দোস্তান', 'দাবাং 3' এবং 'ভারত' ৷ সলমনের এই ছবির জন্য় সত্যিই বেশ অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন ভক্তরা ৷ এবার বক্স অফিসে এই ছবি কেমন সাফল্য পায় সেটাই দেখার ৷