হায়দরাবাদ, 26 মে: বলিউডে কারও পাশে দাঁড়ানো হোক বা কাউকে সাহায্য করা- সকলের সঙ্গেই উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য়ই পরিচিত ভাইজান ৷ তবে শুক্রবার সকাল থেকে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো আসতেই সলমনের গুণের সেই দিকটা নিয়েও উঠছে প্রশ্ন ৷ বলিউডের আর এক অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ উঠেছে সলমন তথা সলমনের দেহরক্ষীর বিরুদ্ধে ৷ তা নিয়েই তোলপাড় সোশাল মিডিয়া ৷
বলিউডের সবচেয় বড় অ্যাওয়ার্ড শো 'আইফা' ৷ এই অনুষ্ঠানকে ঘিরে আবুধাবিতে বসতে চলেছে চাঁদের হাট ৷ সোশাল মিডিয়ায় ঘুরতে থাকা ভিডিয়োতে দেখা গিয়েছে, সলমনের সঙ্গে ভিকি কৌশল কথা বলতে চাইলে বাধা দেন তাঁর দেহরক্ষীরা ৷ হাত দিয়ে দূরেও সরিয়ে দেন তাঁকে ৷ এই ভিডিয়ো সামনে আসতেই সোশাল মিডিয়ায় শুরু হয়েছে নিন্দার ঝড় ৷
কয়েক সেকেন্ডের ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ভিকি কৌশল একজনের সঙ্গে করিডোরে সেলফি তুলছেন ৷ বিপরীত দিক থেকে আসছেন দাবাং খান ৷ তা দেখে জায়গাও করে নেন ভিকি ৷ কিন্তু টাইগার সামনে আসতে সৌজন্য দেখিয়ে কথা বলতে যান 'উরি' অভিনেতা ৷ আর সেখানেই শুরু বিপত্তি ৷ দেখা যায়, সলমন ভিকির সঙ্গে যেতে যেতেই কথা বলছেন ৷ এরপর হ্য়ান্ডশেকের জন্য ভিকি বাড়িয়ে দেন হাত ৷ তড়িঘড়ি টাইগারের দেহরক্ষী সরিয়ে দেন হাতটা ৷