পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Salman Body Double Dies: বডি ডাবল সাগরের মৃত্যুতে আবেগপ্রবণ ভাইজান - বডি ডাবল সাগরের মৃত্যুতে আবেগি সলমন

শুক্রবার প্রয়াত হন বলিউডের ভাইজানের বডি ডাবল সাগর পাণ্ডে ৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ অভিনেতা সলমন খান (Salman Khan body double Sagar Pandey death)৷

Salman Body Double Dies
বডি ডাবল সাগরের মৃত্যুতে আবেগি সলমন

By

Published : Oct 1, 2022, 1:27 PM IST

মুম্বই, 1 অক্টোবর:বডি ডাবল সাগরের মৃত্যুতে আবেগে ভাসলেন অভিনেতা সলমন খান (Salman Khan body double Sagar Pandey death)৷ শুক্রবার প্রয়াত হন বলিউডের ভাইজানের এই বডি ডাবল সাগর পাণ্ডে ৷ 'বজরঙ্গী ভাইজান' থেকে শুরু করে প্রায় 50 টি ছবিতে সলমনের বডি ডাবল হিসাবে কাজ করেছেন তিনি ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সাগরের(Salman Khan tribute to body double Sagar Pandey ) ৷

তাঁর মৃত্যু গভীর দাগ কেটেছে সলমনের মনেও ৷ সাগরের সঙ্গে এদিন একটি পুরোনো ছবিও শেয়ার করেন অভিনেতা(Salman Khan body double Sagar Pandey ) ৷ সেখানে তাঁকে দেখা যায় সাগরের কাঁধে হাত দিয়ে খোশ মেজাজে ক্যামেরার জন্য় পোজ দিতে ৷ আদতে এই ছবিটি 2015 সালে কবীর খান পরিচালিত 'বজরঙ্গী ভাইজান' ছবির শুটিংয়ের সময় তোলা ৷ এদিন অভিনেতা লেখেন, "আমার সঙ্গে থাকার জন্য অন্তরের অন্তরস্থল থেকে তোমাকে ধন্যবাদ জানাই ৷ "

আরও পড়ুন:সোশাল মিডিয়ায় শোরগোল ফেলে হাজির 'হামি 2' ছবির টিজার

খবর অনুযায়ী জিম করতে করতেই হৃদরোগের শিকার হন সাগর ৷ সঙ্গে সঙ্গেই অবশ্য় তাঁকে নিয়ে যাওয়া হয় যোগেশ্বরী ইস্টের একটি হাসপাতালে ৷ কিন্তু সেখানে সাগরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ৷ 50 বছর বয়সি সাগর মুম্বইয়ে অভিনেতা হতেই এসেছিলেন ৷ কিন্তু তাঁর সেই কেরিয়ার খুব একটা সফল হয়নি ৷ 1998 সালে 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে প্রথমবার সলমনের বডি ডাবলের কাজ করেন তিনি ৷ সেই থেকে প্রায় 50টি ছবিতে কাজ করেছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details