মুম্বই, 8 ফেব্রুয়ারি:বলিউড তারকা সলমন খানের নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'-এর জন্য় এখন অপেক্ষা করে রয়েছেন সকলেই ৷ অনুরাগীদের প্রিয় ভাইজান এই ছবির হাত ধরে পর্দায় কামব্যাক করতে চলেছেন আগামী ঈদে ৷ ভাইজান নিজেই জানিয়েছেন, তাঁর এই ছবির কাজ শেষ হয়েছে ৷ ফরহাদ সামজি পরিচালিত এই ছবির জন্য কতদিন ধরে অপেক্ষা করে আছেন ভাইজানের ভক্তরা তা বোঝা গিয়েছিল টিজার মুক্তির দিনেই ৷ ছবির টিজারেই আভাস দেওয়া হয়েছিল, সলমনের অন্য অ্যাকশন এন্টারটেইনারের মতোই হতে চলেছে এই ছবিটিও ৷
বুধবার নিজেই ছবির সেট থেকে তাঁর একটি ক্লিন শেভড ছবি শেয়ার করে ভাইজান লিখলেন, "'কিসি কা ভাই কিসি কি জান'-এর শুটিং পর্ব সমাপ্ত হয়েছে (Salman Khan wraps Kisi Ka Bhai Kisi Ki Jaan shoot) ৷ ঈদে আসতে চলেছে ছবিটি ৷" অনুরাগীরাও যে এই খবরে ভীষণ খুশি তা বলাই বাহুল্য ৷ এই ছবির জন্য় দীর্ঘ প্রতীক্ষার অবশেষে অবসান হতে চলেছে আগামী 21 এপ্রিল ৷ সম্প্রতি শাহরুখের প্রত্যাবর্তন ছবি পাঠানে একটি ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভাইজান ৷ শাহরুখ-সলমন জুটিকে বরাবরের মতোই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ফ্যানেরা ৷