হায়দরাবাদ, 20 মে:মুম্বইয়ে 19 তলা সি ফেস হোটেল বানাতে চলেছে বলিউডের ভাইজান সলমন খান ৷ খবর অনুযায়ী এই হোটেলটি তৈরি হতে চলেছে বান্দ্রার কার্টার রোডে ৷ ইতিমধ্য়েই বিএমসি এই প্ল্যানিংটি মঞ্জুরও করে দিয়েছে ৷ রিপোর্ট বলছে, জায়গাটি আসলে স্টারলেট সিএইচএস আবাসিক ভবনের ৷ এই অ্য়াপার্টমেন্টটিই কেনা হয়েছিল খান পরিবারের তরফে সেখানেই এখন এই হোটেলটি তৈরির পরিকল্পনা চলছে ৷
খবর অনুযায়ী, প্রথমে এই অ্যাপার্টমেন্টটির সংস্কার করার কথাই ভাবা হয়েছিল খান পরিবারের তরফে ৷ কিন্তু পরে মত বদল করা হয় ৷ ঠিক হয় সলমনের মা সালমা খানের নামে তৈরি হবে এই হোটেলটি ৷ আর সেই পরিকল্পনার পর প্রায় এক বছর আগেই আবেদনও জমা করা হয়েছিল ৷ এই হোটেলটি তৈরির জন্য় সলমনের পরিচিত আর্কিটেক্ট কোম্পানি সাপ্রে অ্যান্ড অ্যাসোসিয়েটসকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে হোটেলটিতে থাকবে সেন্ট্রাল এসি ৷
প্রথম এবং দ্বিতীয় তলায় একটি ক্যাফে এবং রেস্তোরাঁ থাকবে বলে জানা গিয়েছে ৷ এরপর হোটেলের তৃতীয় তলায় একটি জিম এবং সুইমিং পুল থাকবে ৷ চতুর্থ তলায় থাকছে একটি সার্ভিস ফ্লোর । পঞ্চম ও ষষ্ঠ তলায় থাকবে কনভেনশন সেন্টার ৷ আর এর ওপরে অর্থাৎ সপ্তম থেকে ঊনিশ তলা পর্যন্ত হোটেল হিসাবে ব্য়বহৃত হতে চলেছে বলে খবর । এর আগেই একটি সলমনের বাবা সেলিম খান জানিয়েছিলেন তাঁদের রিয়েল এস্টেট কেনার শখের কথা ৷ তিনি জানিয়েছিলেন প্রায়শই বিভিন্ন সম্পত্তি কেনেন তাঁরা ৷ আবার মিলল তার দৃষ্টান্ত ৷
সলমনের অভিনয়ের কথা বলতে গেলে শেষ তাঁকে দেখা গিয়েছে 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে ৷ যদিও এই ছবিটি খুব একটা সাফল্য পায়নি ৷ তবে এখন সেই ক্ষত ভুলে নতুন করে আবার নিজেকে তৈরি করছেন ভাইজান ৷ আগামীতে তাঁকে দেখা 'টাইগার 3' ছবিতে ৷ এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন শাহরুখও ৷
আরও পড়ুন:মুক্তি পেল 'জয় শ্রী রাম', গানে গানে রঘুপতিবন্দনা 'আদিপুরুষ' ছবিতে