পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kabhi Eid Kabhi Diwali : কাঁধ ছাপানো চুল, 'কভি ঈদ কভি দিওয়ালি'র জমজমাট লুকে ভাইজান - Salman Khan Kabhi Eid Kabhi Diwali First Look

আগামি ছবি 'কভি ঈদ কভি দিওয়ালি' তাঁর চরিত্রের লুক ঠিক কেমন হবে সেই জল্পনার অবসান ঘটালেন বলিউডের ভাইজান ৷ শনিবার তাঁর চরিত্রের প্রথম লুক শেয়ার করলেন সলমন খান (Salman Khan Kabhi Eid Kabhi Diwali First Look) ৷

Salman Khan New Film Kabhi Eid Kabhi Diwali
আগামি ছবিতে তাঁর চরিত্রের প্রথম লুক শেয়ার করলেন ভাইজান

By

Published : May 14, 2022, 2:31 PM IST

হায়দরাবাদ, 14 মে : সলমন খানের আসন্ন ছবি 'কভি ঈদ কভি দিওয়ালি' নিয়ে ইতিমধ্য়েই ফ্যানেদের মধ্যে আগ্রহের শেষ নেই ৷ আগামি বছর ঈদের সময় মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ এবার ছবিতে তাঁর চরিত্রের লুক ঠিক কেমন হবে সেই জল্পনার অবসান ঘটালেন বলিউডের ভাইজান ৷ শনিবার ইনস্টাগ্রাম থেকে তাঁর নতুন চরিত্রের একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা ৷

ছবির ক্যাপশনে সল্লু ভাই লেখেন, "আমার নতুন ছবির শ্য়ুটিং শুরু হচ্ছে..." এর আগে 'কভি ঈদ কভি দিওয়ালি'-র শ্য়ুটিং শুরুর ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী পূজা হেগড়েও ৷ পূজাকে ছবিতে দেখা যাবে সলমনের বিপরীতে একজন 'স্মল টাউন গার্ল'-এর চরিত্রে (Salman Khan Kabhi Eid Kabhi Diwali First Look ) ৷

আরও পড়ুন : আর্চিসের জগতে সুহানা-খুশি-অগস্ত্য ; শুভেচ্ছা বিগ-বির, আত্মহারা গৌরী

ফরহাদ সামজি পরিচালিত এই ছবির পৃষ্ঠপোষকতা করছে সলমন খান ফিল্মস ৷ ছবিতে দেখা যাবে সলমনের শ্যালক আয়ুষ শর্মা এবং ভেঙ্কটেশকেও ৷ এছাড়া এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন 'পঞ্জাব কি ক্যাটরিনা' শেহনাজ গিল ৷ বিগ বস 13 জয়ী এই অভিনেত্রী ছবিতে দেখা যাবে আয়ুষের বিপরীতে ৷ এর আগে অবশ্য পঞ্জাবি ছবিতে এবং মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছে শেহনাজকে ৷ এই ছবির আগেই অবশ্য সলমন অনুরাগীদের পর্দায় আসতে চলেছে তাঁর নতুন ছবি 'টাইগার 3' ৷

ABOUT THE AUTHOR

...view details