মুম্বই, 18 মে: শ্যুটিং গিয়ে চোট পেয়েছেন সলমন খান ৷ সেই খবর নিজেই শেয়ার করেছেন অভিনেতা ৷ বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় নিজের চোট পাওয়ার ছবি শেয়ার করেছেন ভাইজান ৷ লিখেছেন 'টাইগার জখমি হ্যায়' ৷ তা থেকেই বোঝা গিয়েছে, ছবির শ্যুটিং করতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন 'কিসি কা ভাই কিসি কা জান' ৷
'এক থা টাইগার' ও 'টাইগার জিন্দা হ্যায়' পর দর্শকও অপেক্ষায় রয়েছেন 'টাইগার থ্রি'-র জন্য ৷ র এজেন্ট সলমন খান ও আইএসআই এজেন্ট ক্যাটরিনা কাইফের পরবর্তী মিশন দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন দর্শকেরা ৷ জোর কদমে চলছে ছবির শ্যুটিং ৷ তবে অ্যাকশনে ভরপুর ছবির শ্যুট করতে গিয়ে সেটে আহত হয়েছেন সলমন ৷ তাতেই উদ্বিগ্ন হয়ে পড়েন সলমনের ভক্তকুল ৷
বৃহস্পতিবার একটি পোস্ট সামনে আনেন দাবাং খান ৷ ছবিতে দেখা গিয়েছে, বাঁ-কাঁধে চারিদিকে বড় বড় টেপস লাগানো আছে ৷ ক্যাপশনে সলমন লিখেছেন, "যখন তুমি মনে করো সারা পৃথিবীর বোঝা নিজের কাঁধে নিয়েছো..সে বলে পৃথিবী ছাড়ো ৷ প্রথমে পাঁচ কিলো ওজনের ডাম্বল তুলে দেখাও ৷" এরপর সলমন লিখেছেন, 'টাইগার জখমি হ্যায়' ৷