মুম্বই, 4 মে :প্রত্যাশা মতোই অর্পিতা খান এবং আয়ুষ শর্মার ঈদের পার্টি মঙ্গলবার ছিল তারকাখচিত ৷ আগেই জানা গিয়েছিল, ভাইজানের বদলে এবার পার্টির আয়োজন করবেন তাঁর বোন অর্পিতা আর সেখানেই উপস্থিত হবেন সলমন খানও ৷ কিন্তু শুধু তিনিই নয়, উপস্থিত ছিলেন তাঁর নতুন ছবির অন্যতম অভিনেত্রী শেহনাজ গিলও ৷ 'পঞ্জাব কি ক্যাটরিনা'কে আগামি দিনে দেখা যাবে সলমনের 'কভি ঈদ কভি দিওয়ালি' ছবিতে ৷ তবে তার আগে এদিনের ঈদের পার্টিতেও সলমনের সঙ্গে ক্য়ামেরাবাজদের মূল আকর্ষণের কারণ হয়ে গেলেন শেহনাজ, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে (Shehnaaz Gill Salman Khan Viral Video) ৷
পাপারাজ্জিদের দৌলতে শেহনাজ এবং সলমনের গত রাতের একটি ভিডিয়ো এখন রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ দেখা যায় পার্টি শেষে বিদায়ী আলিঙ্গনে আবদ্ধ হচ্ছেন ভাইজান এবং শেহনাজ ৷ এরপর হাত ধরে সলমনকে গাড়ি পর্যন্তও নিয়ে আসেন অভিনেত্রী এবং বলেন 'ছোড়কে আও মুঝে' ৷ হাসতে হাসতে গাড়ি পর্যন্ত আসেন ভাইজানও ৷ প্রসঙ্গত বিগ বসের মঞ্চ থেকেই 'পঞ্জাব কি ক্যাটরিনা'র সরলতা মুগ্ধ করেছিল সলমনকে ৷