পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Tiger3 New Poster Released: 'জওয়ান' ঝড়ের আবহে শোনা গেল 'টাইগার গর্জন', নয়া পোস্টার নিয়ে হাজির সলমন - Salman Khan New Film Tiger3

শাহরুখ খানের 'জওয়ান' নিয়ে তৈরি উন্মাদনার আবহে অনুরাগীদের বড় উপহার দিলেন সলমন খান ৷ এদিন তিনি শেয়ার করলন 'টাইগার 3' ছবির নতুন পোস্টার ৷

Pic Salman Khan SRK Instagram
সলমনের ছবির পোস্টার

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 11:54 AM IST

Updated : Sep 2, 2023, 12:01 PM IST

হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর: কথায় বলে 'একা রামে রক্ষা নেই সুগ্রীব দোসর ৷' এই মুহূর্তে শাহরুখ খানের নতুন ছবি 'জওয়ান' নিয়ে মাতোয়ারা সবাই ৷ একের পর এক রেকর্ড ভেঙে নতুন মাইলস্টোন গড়ছে মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি ৷ চারিদিকে রীতিমতো শোরগোল ৷ আর এরই মধ্যে নতুন খবর নিয়ে হাজির সলমন খান ৷ বলিউডের ভাইজান শনিবার শেয়ার করলেন তাঁর 'টাইগার 3' ছবির নতুন পোস্টার ৷ অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো সামনে আসার পর থেকেই এই ছবি নিয়ে তুঙ্গে উন্মাদনা উঠেছে ৷ এবার সেই আগ্রহ আরও বেশ কয়েক গুণ বেড়ে গেল ৷

সলমন এদিন ছবির পোস্টারটি শেয়ার করে লেখেন, "এবার দীপাবলিতে আসছি আমি ৷ ওয়াইআরএফের সঙ্গে টাইগার 3 নিয়ে ৷" ভাইজান এও জানালেন হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে ছবিটি ৷ ওই পোস্টারে সলমনের সঙ্গে দেখা গিয়েছে ক্যাটরিনা কাইফকেও ৷ দু'জনেরই হাতে রয়েছে ভয়ংকর আগ্নেয়াস্ত্র ৷

'টাইগার 3' ছবিতে দেখা যাবে পাঠানকেও ৷ এটা ছবির অন্যতম বড় আকর্ষণ। এর আগে শাহরুখের ছবিতে ক্যামিয়ো চরিত্রে যোগ দিয়েছিলেন ভাইজান ৷ তেমনই এখানে সলমনের সঙ্গ দেবেন কিং খান ৷ এই মহাকাব্যিক মুহূর্তটিকে স্ক্রিনে ফুটিয়ে তুলতে কম কসরৎ করতে হয়নি নির্মাতাদের ৷ যশরাজ ফিল্মসের তৈরি স্পাই ইউনিভার্স কতখানি সফল হয় সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন:বড় পর্দার পর হিন্দি ধারাবাহিকে খলনায়কের চরিত্রে ঋষি কৌশিক

ছবির মুক্তির সঠিক দিনক্ষণ যদিও এখনও সামনে আসেনি ৷ তবে ছবির পোস্টারে ভাইজানের পরিচিত লুক দেখে নিশ্চয়ই খুশি হবেন অনুরাগীরা ৷ ছবির পরিচালনাক মনীশ শর্মা ৷ এর আগে 'এক থা টাইগার' এবং 'টাইগার জিন্দা হ্যায়'-এর মতো ছবিতে সলমনের এই গুপ্তচর অবতারটির সঙ্গে পরিচয় হয়েছিল অনুরাগীদের ৷ আর এবার তো সম্পূর্ণ একটি স্পাই ইউনিভার্সেরই শুরুয়াত হতে চলেছে 'টাইগার 3' ছবির হাত ধরে ৷

Last Updated : Sep 2, 2023, 12:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details