হায়দরাবাদ, 7 জুন : বলিউডের ভাইজান সলমন খান এখন রীতিমত আলোচনার তুঙ্গে রয়েছেন ৷ একদিকে যেমন সিধু মুসওয়ালার হত্যার পর হুমকি চিঠি পৌঁছেছে ভাইজানের কাছেও তেমনি তাঁর সুরক্ষা ব্যবস্থাও ভীষণ জোরদার করে দেওয়া হয়েছে ৷ আর এবার তাঁর কাজের ক্ষেত্র থেকেও একটি নতুন খবর সামনে এল ৷ যদিও এটা তেমন আশঙ্কাজনক কোনও খবর নয় ৷ আসলে নাম বদল হতে চলেছে তাঁর আসন্ন ছবি 'কভি ঈদ কভি দিওয়ালি'-র (Salman Khan Movie New Name)৷
শুধু তাই নয় একজন নতুন অভিনেতারও নাকি আগমন হতে চলেছে এই ছবিতে ৷ মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগের নাম বদলে ছবির নতুন নাম হতে চলেছে 'ভাইজান' ৷ যদিও এই নিয়ে নির্মাতাদের তরফে কোনও সরাসরি বিবৃতি এখনও প্রকাশ করা হয়নি ৷ শুধু তাই নয় জানা গিয়েছে সলমনের শ্য়ালক আয়ুষ শর্মাও নাকি সরে দাঁড়াতে পারেন এই ছবি থেকে ৷ এমনকী খবর আসে সরে দাঁড়াতে পারেন জাহির ইকবালও ৷