মুম্বই, 3 জুন:শুক্রবার রাতের ভয়ংকর দুঃস্বপ্নের রেশ কাটতে আরও অনেকটা সময় লাগবে ৷ ওড়িশার বালাসোরের কাছে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে করমণ্ডল এক্সপ্রেস ৷ ওড়িশা স্পেশাল রিলিফ কমিশনারের পাঠানো খবর অনুযায়ী ইতিমধ্যেই এই ঘটনায় মৃত্যু হয়েছে 238 জন যাত্রীর ৷ আহতের সংখ্য়া 900 ছাড়িয়েছে ৷ রাজনৈতিক মহল তো বটেই সমস্ত জগতের মানুষকেই নাড়িয়ে দিয়েছে এই ঘটনা ৷ এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেতা সলমন খানও ৷
শনিবার সকালে একটি টুইটের মাধ্যমে সমবেদনা জানান ভাইজান ৷ তিনি লেখেন, "দুর্ঘটনার কথা শুনে সত্যিই মর্মাহত । ঈশ্বর নিহতদের আত্মাকে শান্তি দিন ৷ এই দুর্ভাগ্যজনক র্ঘটনায় আহতদের পরিবারের সদস্য়দের ঈশ্বর শক্তি দিন ।" ইতিমধ্য়েই এই ঘটনায় উদ্ধার কাজে নামানো হয়েছে সেনা বাহিনিকে ৷ ইতিমধ্য়েই ঘটনাস্থলে পৌঁছেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং সে রাজ্যের রাজস্ব মন্ত্রী প্রমিলা মল্লিকরা ৷
আজই দুর্ঘটনাস্থলে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ তাছাড়া পরিস্থিতি খতিয়ে দেখতে একটি বৈঠকও ডেকেছেন। সেখানে পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এই সংকটের মুহূর্তে কী ধরনের পদক্ষেপ করতে হবে তা নিয়েও চর্চা হবে ওই বৈঠকে। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বারবার এই ধরনের পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী । করমণ্ডল এক্সপ্রেসে দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতালগুলিতে চিকিৎসা করাতে যান বাংলার অনেকেই ৷ দূর্ঘটনাগ্রস্থ ট্রেনটিতেও ছিলেন বাংলার অনেক মানুষ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও ঘটনাস্থলে পৌঁছাবেন আজই ৷
আরও পড়ুন:বালাসোরে দুর্ঘটনাস্থলে আজই যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
এই ঘটনায় ইতিমধ্য়েই মুখ খুলেছেন ক্রিকেটার শিখর ধাওয়ানও ৷ গতকাল এই ঘটনার পরেই মৃত এবং আহতদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেন ৷ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায় সকলের জন্য় শেয়ার করেছেন বিভিন্ন হেল্প লাইন নম্বরগুলি ৷ অন্য়দিকে অভিনেতা সোহম মজুমদারও সমবেদনা জানিয়েছেন ৷ এই দূর্ঘটনার অভিঘাত নিয়ে শোক জ্ঞাপন করেছেন অক্ষয় কুমার, জুনিয়র এনটিআর, শিল্পা শেট্টি, কিরন খের, চিরঞ্জীবীরাও ৷