মুম্বই, 13 নভেম্বর:মহারাষ্ট্রের মালেগাঁওয়ের এক সিনেমাহলে ভরতি লোক। একে রবিবার, তার উপর আবার দিওয়ালির ছুটি। সবটা মিলিয়েই অনেকেই গতকাল, মুক্তি পাওয়া সলমন খানের টাইগার 3 দেখতে গিয়েছিলেন। আর তার মধ্যেই একদল মানুষ রকেট ছেড়ে দেন। ফাটাতে থাকেন অন্যান্য বাজি। ঘটনার আকস্মিকতায় অনেকেই এতটা ভয় পেয়ে যান যে তাঁরা বেরিয়ে আসেন হল থেকে। আর এই ধাক্কাধাক্কি, হুড়োহুড়িতে আহত হন অনেকেই। তবে বড় কিছু হতে পারত, কিন্তু এমনটা হয়নি ৷ এই ঘটনায় এবার মুখ খুললেন ছবির নায়ক সলমন ৷
আজ, সোমবার টুইট করে (এক্স) ভাইজান লিখলেন, "আমি টাইগার 3-এর সময় থিয়েটারের ভিতরে আতশবাজির কথা শুনছি। এটা বিপজ্জনক ৷ আসুন নিজেকে এবং অন্যদের ঝুঁকিতে না-ফেলে সিনেমাটি উপভোগ করি। নিরাপদ থাক ৷"
ঠিক কী হয় গতকাল? মোহন সিনেমাহলে অ্যাকশন দৃশ্যে সলমনকে দেখা মাত্রই শুরু হয়ে চিৎকার, সঙ্গে শব্দবাজি। একদল মানুষ রকেট ছেড়ে দেন। একেবারে ভয়ংকর ঘটনা ৷ এই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই পুলিশ হস্তক্ষেপ করতে বাধ্য হয়। এফআইআর দায়ের করা হয়।
'টাইগার 3' সিনেমার স্ক্রিনিংয়ের সময় মোহন সিনেমাহলের ভিতরে ভক্তদের আতশবাজি ফাটানোর বিষয়ে, মালেগাঁওয়ের এএসপি অনিকেত ভারতী বলেন, "গতকাল, কিছু লোক টাইগার 3 ছবির প্রদর্শনের সময় আতশবাজি ফাটিয়েছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ আমি পুলিশের পক্ষ থেকে আবেদন করছি কেউ যেন এমন কাজ না-করে ৷ মোহন থিয়েটারকেও নোটিশ দেওয়া হয়েছে তাতে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। হল কর্তৃপক্ষের তরফ থেকে কিছু ভুল হয়েছে ৷ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷"
তবে মোহন সিনেমা হলের অন্দরে বাজি পোড়ানোর ঘটনা নতুন কিছু তেমনটা নয়। 'পাঠান' মুক্তির পরও এই এক ঘটনা ঘটে সেখানে। তবে এ বার যেন অনুরাগীদের উচ্ছ্বাস ছিল লাগামছাড়া। তবে এটাই প্রথমবার নয়, যখন সলমনের ছবি চলাকালীন হলে বাজি ফাটালেন অনুরাগীরা। এর আগেও অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ ছবিটি যখন মুক্তি পেয়েছিল (2021) তখনও এক ঘটনা ঘটেছিল। সেবার সলমন খান নিজে তাঁর অনুরাগীদের বারণ করেছিলেন যে তাঁরা যেন এই ঘটনা আর না-ঘটান। কিন্তু সে একই ঘটনা ৷
আরও পড়ুন:
- প্রেক্ষাগৃহে ফাটল আতসবাজি! অনুরাগীদের 'গুণ্ডামি'তে আতঙ্কিত দর্শক, দেখুন ভিডিয়ো
- শাহরুখ-সলমনের ব্রোম্যান্স ও অ্যাকশনে ভরপুর 'টাইগার 3' বক্সঅফিসে দেখাল ম্যাজিক
- ভাইজানের বোন অর্পিতার দিওয়ালি পার্টিতে সস্ত্রীক শাহরুখ, হাজির একাধিক তারকা