পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Salman about Love: তাঁর প্রেম কাহিনী কবরের সঙ্গেই মাটি চাপা পড়ে যাবে, কেন এমন বললেন সলমন - Salman Khan

অনেকদিন পর বিয়ে, সন্তান, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন সলমন খান । প্রেমে ঘা খাওয়ার পরেই নিজেকে নিয়েই কাঁটাছেঁড়া করলেন তিনি ।

প্রেম নিয়ে মুখ খুললেন সলমন খান
Salman Opens up about Love

By

Published : Apr 30, 2023, 10:35 PM IST

মুম্বই, 30 এপ্রিল: ভালোবাসা পেতে হলেও ভাগ্যের দরকার হয়। সবার ভাগ্যে ভালোবাসা টেকে না, এতো প্রবাদ বাক্যেই রয়েছে। সেকথা বিশ্বাস করেন খোদ সলমন খানও। সিনে পর্দায় রাজ করলেও মনের মানুষের মনে রাজ করার মতো ভাগ্য পাননি সলমন। হতে পারে কিছুটা নিজের দোষেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে, নিজের বিয়ে ও সন্তান নিয়ে মন খুলে উত্তর দিয়েছেন টাইগার খান। সলমনের জবাবে বাকরুদ্ধ নেটিজেনরা ।

এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলমন খান। সেখানে সঞ্চালক তাঁকে প্রশ্ন করেছিলেন, তিনি তাঁর ভালোবাসার সম্পর্কগুলো নিয়ে কোনও আত্মজীবনী লিখতে চান কি না? জবাবে ভাইজান বলেছিলেন, তাঁর প্রেম কাহিনী কবরের সঙ্গেই মাটি চাপা পড়ে যাবে।

তাঁকে বিয়ে করার জন্য বলা হলে, তিনি বলেন, "যখন এমন কেউ আসবেন তখন বিয়ে হয়েই যাবে। আসলে সবাই ভালো। সব ভুল আমারই। যখন প্রথম ভালোবাসা আমাকে ছেড়ে গিয়েছিল তখন তাঁদেরও হয়তো কিছু ভুল ছিল। কিন্তু চতুর্থবারের প্রেমও যখন ভাঙল, তখন মনে হতে লাগল, আসলে ভুল কাদের, তাঁদের না আমার..!!!"

আরও পড়ুন: 20 বছর পর পাচ্ছেন নায়কের সমান পারিশ্রমিক, কাজের জায়গায় সমতা আনলেন প্রিয়াঙ্কা

তিনি আরও বলেন, "পঞ্চমবারের প্রেমে ভুলের বিষয়টা ছিল 60:40 । কিন্তু যখন এই ভাবেই বারবার সকলেই ছেড়ে যেতে লাগলেন, তখন আমি নিশ্চিত হলাম যে, আসলে সব ক্ষেত্রেই ভুলটা আমার। যাঁরা ছেড়ে গিয়েছেন, তাঁদের কোনও দোষ ছিল না। একমাত্র আমিই ভুল করেছি। হতে পারে, তাঁদের মনের মধ্যে একটা সংশয় কাজ করেছে যে, আমি সেই ভালোবাসা বা সুখ দিতে পারব না, যেটার যোগ্য তাঁরা। আমি নিশ্চিত, তাঁরা যেখানেই আছেন, সবসময় সুখেই আছেন।"

এরপরেই অনুষ্ঠানের সঞ্চালক জানতে চান, সকল অনুরাগীদের মনেই প্রশ্ন রয়েছে, সলমন খান কবে বিয়ে করবেন ? জবাবে সলমন বলেন, "যখন ভগবান চাইবেন তখন হবে। বিয়ের জন্য দু'টো মানুষ দরকার। প্রথমদিকে আমি বিয়েতে রাজি ছিলাম না। যখন আমি হ্যাঁ বললাম, তখন অন্য কেউ না বলে দিয়েছে। যখন আবার অন্য় কেউ হ্যাঁ বলেছে, আমি না করে দিয়েছি। এখন দু'তরফ থেকেই না চলছে। যখন দু'তরফ-ই রাজি হবে তখন বিয়ে হবে। এখনও সময় রয়েছে। আমি তো সবে মাত্র 57-র। এইবার আমি একমাত্র এবং শেষবার চাই। মানে একটা মাত্রই বউ চাই।"

স্বভাবতই প্রশ্ন এসেছে, সন্তান চান কতগুলো? ভাইজানের জবাব, "যতগুলো সম্ভব ততগুলো। আমার যদি এখন একটা হয় তার 5-6 বছর পর আবার একটা, তাহলে আমি তাদের সঙ্গে 20-25 বছর খেলতে পারব । একেই ডেডিকেশন, অধ্যবসায় বলে ।"

ABOUT THE AUTHOR

...view details