মুম্বই, 25 অগস্ট: ভারতীয় বক্স অফিসে সেভাবে জায়গা করতে পারেনি সল্লু ভাইয়ের 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ ফরহাদ সামজি পরিচালিত এই ছবি কার্যত সুপারফ্লপ বললেও ভুল বলা হয় না ৷ কিন্তু 'পাঠান' ছবিতে ক্যামিয়োর পর আবারও নতুন করে চর্চায় উঠে এসেছেন সলমন খান ৷ সেই সুযোগ কাজে লাগিয়েই এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ শুক্রবার নিজেই ইনস্টাগ্রামে এই খবর শেয়ার করেন সলমন ৷
এর আগে ভারতের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পেয়েছিল 'পাঠান' ছবিটি ৷ আর সেখানে শাহরুখ খানকে নিয়ে রীতিমতো তুঙ্গে ওঠে উন্মাদনা ৷ শাহরুখের ছবি সিনেমা হলে দেখার জন্য় ছিল বড়সড় লাইন ৷ এবার নজর কাড়তে পারবেন কি বলিউডের ভাইজান? শুক্রবার ছবির একটি পোস্টার শেয়ার করে তিনি লেখেন, "আজ বাংলাদেশ মুক্তি পেতে চলেছে 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ অ্যাকশন, মজা আর বিনোদনের জন্য তৈরি থাকুন ৷"
21 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সল্লু ভাইয়ের 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ ছবির বাজেট ছিল প্রায় 182.44 কোটি টাকা ৷ কিন্তু সলমন ম্যাজিকে এবার সেই টাকা ঘরে তুলতে পারেননি নির্মাতারা ৷ হল থেকে এই ছবির আয় ছিল মাত্র 110.53 কোটি টাকা ৷ বোঝাই যায়, অঙ্কের হিসাবে সলমনের হিট ছবির তালিকায় জায়গা করতে পারেনি 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ এবার বাংলাদেশে কি চাকা ঘুরবে বলবে সময় ৷
আরও পড়ুন:ফার্স্ট লুকের পর শুটিং শুরু 'অমরসঙ্গী'র, জুটিতে বিক্রম সোহিনী
সলমন খান ছাড়াও এই ছবিতে ছিলেন শেহনাজ গিল, পলক তিওয়ারি, ভেঙ্কটেশ, ভূমিকা চাওলা, রাঘব জুয়াল, জ্যাসি গিল এবং সিদ্ধার্থ নিগমের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ সলমনের কথা বলতে গেলে, আগামী দিনে তাঁকে দেখা যাবে স্পাই ইউনিভার্সের নতুন ছবি 'টাইগার 3' ৷ ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধছেন ক্যাটরিনা কাইফ ৷ সঙ্গে দেখা যাবে শাহরুখ খানকেও ৷