পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Salman Khan: ডেঙ্গি আক্রান্ত সলমন ! আপাতত বিগ বস সঞ্চালনায় করণ জোহর - বিগ বস

ডেঙ্গিতে আক্রান্ত সলমন খান (Salman Khan) ! নিজেকে এখন ঘরবন্দি রেখেছেন ভাইজান ৷ শুটিং বন্ধ রয়েছে তাঁর। সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি ফিরবেন বিগ বস-সহ শ্যুটিংয়ের সমস্ত কাজে (Salman Khan Suffering with Dengue) ৷

Salman Khan
সলমন ডেঙ্গি আক্রান্ত

By

Published : Oct 22, 2022, 11:33 AM IST

Updated : Oct 22, 2022, 2:48 PM IST

মুম্বই, 22 অক্টোবর: ডেঙ্গিতে (Dengue) আক্রান্ত সলমন খান (Salman Khan)! আপাতত, চিকিৎসকের নজরেই রয়েছেন তিনি। গত পাঁচ দিন ধরেই সলমন জ্বরে ভুগছেন (Salman Khan Suffering with Dengue)। সূত্রের খবর, কিছু দিনের জন্য 'বিগ বস'-এর মঞ্চ থেকে বিরতি নিয়েছেন ভাইজান। ফলত শুক্রবার দর্শক সঞ্চালকের আসনে দেখেছেন করণ জোহরকে।

সলমন ঠিক কবে ডেঙ্গি আক্রান্ত হয়েছে তা স্পষ্ট নয়। তবে অসুস্থতার কারণেই তাঁর শুটিংও বন্ধ রাখতে হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতি অবশ্য খুব একটা খারাপ নয় বলেই জানা গিয়েছে। চিকিৎসকের নির্দেশ পরিশ্রম নয় এখন বিশ্রামের প্রয়োজন ৷ সেইমতোই দ্রুত সুস্থ হয়ে এবং বিশ্রাম নিয়ে সলমন কাজে ফিরবেন। গত দুই সপ্তাহ ধরে তার আসন্ন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'-এর শুটিং করছিলেন 'ভাইজান'। বলিউডের সুলতান সুস্থ হয়ে উঠলে তাঁদের সঙ্গে ফের যোগ দেবেন ৷

এই মুহূর্তে সলমনকে দর্শক দেখছেন বিগ বস 16 -এর প্রতিযোগীদের যাবতীয় সমস্যা এবং বিতর্ক সামলাতে। এমনিতেই সাজিদ খানকে ঘিরে উত্তপ্ত বিগ বস হাউজ। সাজিদকে ঘিরে বিতর্ক তুঙ্গে। মাঝে এমনটাও শোনা গিয়েছিল বিগ বস থেকে নাকি বেরিয়ে যেতে পারেন সাজিদ। তবে তাঁকে নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ পাশাপাশি এ প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি শোয়ের সঞ্চালক ।

আরও পড়ুন:বিগ বস 16-এ শুক্রবারের স্পেশাল এপিসোডে সলমনের জায়গায় করণ

গতকাল, শুক্রবার বিগ বসের সেটে সলমনের জায়গায় দেখা গিয়েছে করণ জোহরকে ৷ এর আগে গত মরশুমেও করণ জোহর বিগ বস ওটিটি-এর প্রথম সিজন হোস্ট করে সবাইকে বিনোদন দিয়েছিলেন। সেটি সম্প্রচারিত হয়েছিল ভুট (Voot)-এ।

Last Updated : Oct 22, 2022, 2:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details