হায়দরাবাদ, 26 অগস্ট: সালটা 1988 ৷ বলিউডে পা রাখেন রোগা-পাতলা একটি ছেলে ৷ বিবি হতো অ্যায়সি ছবিতে তিনি চরিত্র পেলেন রেখার দেওর তথা ফারুক শেখের ভাইয়ের চরিত্রে ৷ সেই শুরু ৷ তারপরের বছরেই সূরজ বারজোতিয়ার ছবিতে লিড রোলে দর্শক পান তাঁকে ৷ যিনি শিখিয়েছেন 'দোস্তি ম্যায় নো সরি, নো থ্যাংক ইউ' ৷ বিটাউনের পর্দায় সেই লম্বা রেসের ঘোড়া সলমন খান দেখতে দেখতে কাটিয়ে দিলেন 35টা বছর ৷ শনিবার সোশাল মিডিয়ায় টুইট করে জানালেন 'কিসি কা ভাই কিসি কা জান' ৷ 35 বছরের ফিল্মি কেরিয়ারে এক নজরে দেখে নেওয়া যাক, সলমনের সেরা ছ'টি ছবি ৷
হাম আপকে হ্যায় কৌন- প্রেম আর নিশার ভালোবাসার জার্নি আজও মনে রেখেছে দর্শক ৷ 1994 সালে মুক্তি পাওয়া এই ছবির পরিচালক ছিলেন সূরজ বারজোতিয়া ৷ সলমনের বিপরীতে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত ৷
হাম দিল দে চুকে সনম- 1999 সালে সঞ্জয় লীলা বনশালির ছবিতে সমীর ও নন্দিনীর প্রেম ও বিচ্ছেদ অনুরাগীদের হৃদয়ে ঝড় তুলেছিল ৷ সলমন খান, ঐশ্বর্য রাই বচ্চন ও অজয় দেবগণ অভিনীত এই ছবি ভাইজানের কেরিয়ারের অন্যতম ছবি বলা যায় ৷
তেরে নাম- 2003 সালে মুক্তি পাওয়া সতীশ কৌশিকের 'তেরে নাম' সলমনকে প্রেম থেকে পরিণত করেছিল রাধে-তে ৷ অনেকেই এই ছবি দেখে বলেছিলেন, ভাইজানের কেরিয়ারে এটি ছিল তাঁর অসাধারণ অভিনয়ের উদাহরণ ৷