পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Baba Siddique Iftaar Party: হাজির সলমন থেকে সুনীল ! বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে চাঁদের হাট - হাজির সলমন থেকে সুনীল

বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে বসল চাঁদের হাট ৷ হাজির হলেন সলমন খান থেকে সুনীল শেট্টি পর্যন্ত সকলেই ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 17, 2023, 12:37 PM IST

মুম্বই,17 এপ্রিল:বাবা সিদ্দিকী এবং জিসান সিদ্দিকীর ইফতার পার্টিতে প্রতিবছরই বি-টাউন সেলেবদের দেখা যায় ৷ রবিবারও মুম্বইয়ের এই জমকালো পার্টিতে চাঁদের হাট বসল ৷ টেলিভিশন থেকে বড় পর্দার বহু অভিনেতা-অভিনেত্রীই এই পার্টিতে হাজির হলেন ৷ অন্যদের সঙ্গে পার্টিতে দেখা গেল সলমন খানকেও ৷ হাজির ছিলেন ভাইজানের বাবা সেলিম খানও ৷

ভাইজান ও তাঁর পরিবার শুধু নয় হাজির ছিলেন বলি সুন্দর গওহর খানও ৷ খুব তাড়াতাড়ি মা হতে চলেছেন নায়িকা ৷ তিনি এদিন পার্টিতে হাজির হন তাঁর স্বামী জাহিদ দরবারের সঙ্গে ৷ গওহরের পরণে এদিন ছিল সালওয়ার কামিজ ৷ ছিলেন হুমা কুরেশিও । তিনি এদিন পার্টিতে হাজির জাহির ইকবালের সঙ্গে ৷ কানে চাঁদবালি আর আনারকলি সালওয়ার স্য়ুটে এদিন মন মাতালেন অভিনেত্রী ৷

বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে হাজির বি টাউন

ভাইজান ও তাঁর বাবা ছাড়াও অর্পিতা খান এবং তাঁর স্বামী আয়ুষ শর্মাও এই অনুষ্ঠানে হাজির ছিলেন ৷ রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা এবং চাঙ্কি পাণ্ডের সঙ্গে এদিন ফ্রেমবন্দি হন তাঁরা ৷ অতুল অগ্নিহোত্রী, আলভিরা খান-সহ আরও অনেকেই হাজির ছিলেন এদিনের রেড কার্পেটে ৷ স্বামাী মহসিন আখতার মীরের সঙ্গে রবিবার দেখা গেল ঊর্মিলা মাতন্ডেকরকে ৷ আমির আলি, রশ্মি দেশাই, সানা খান এবং তাঁর স্বামীও এদিন হাজির হন অনুষ্ঠানে ৷

সুনীল শেট্টি এবং ইমরান হাশমিও ছিলেন অনুষ্ঠানে ৷ আবার সলমনের আসন্ন ছবির সহ অভিনেত্রী পূজা হেগড়েকেও রেড কার্পেটে দেখা গেল পলক তিওয়ারি এবং শেহনাজ গিলের সঙ্গে ৷ এই ঈদেই মুক্তি পেতে চলেছে সলমনের আসন্ন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ ঈদের ঠিক আগে 21 এপ্রিল আসছে ফরহাদ সামজি পরিচালিত এই ছবি ৷ তার আগে ছবির প্রচার নিয়েই এখন ব্যস্ত রয়েছেন ভাইজান ৷ এরই মাঝে বাবা সিদ্দিকীর পার্টিতেও দেখা মিলল তাঁর ৷

আরও পড়ুন:চর্চিত প্রেমিক শিখরের সঙ্গে কোথায় চললেন জাহ্নবী ? দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details