হায়দরাবাদ, 12 নভেম্বর: এবারের দিওয়ালি আরও বেশি ধামাকাদার ৷ সৌজন্যে 'টাইগার' ৷ সোয়্যাগ সে সোয়াগাত জানালেন অনুরাগীরাও ৷ রবিবার সকাল 7টায় ছিল 'টাইগার 3'র ফার্স্ট ডে, ফার্স্ট শো ৷ মণীশ শর্মা পরিচালিত এই ছবি দেখতে বিভিন্ন প্রান্তে অনুরাগীদের ভিড় ছিল নজরকাড়া ৷ ঢাকঢোল বাজিয়ে প্রেক্ষাগৃহে উপস্থিত হন সলমন ফ্যানেরা ৷
লক্ষাধিক টিকিট বিক্রি হয়ে গিয়েছিল আগেই ৷ কিন্তু দিওয়ালির শুরুটা এভাবে দর্শকরা করবেন তা বোঝা যায়নি ৷ সোশাল মিডিয়ায় অনুরাগীদের উত্তেজনার ভিডিয়ো আসতেই তা নিমেষে ছড়িয়ে পড়ে ৷ টাইগার-জ্বরে কাবু এখন সকলেই ৷ যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবি দিওয়ালিকে আরও জমজমাট করে তুলেছে ৷ ডাই-হার্ট সলমন ফ্যানেরা দীর্ঘ সময় ধরে এই দিনটার অপেক্ষা করছিলেন ৷ ফলে 7টার শো হলেও সকাল 6টা থেকেই প্রেক্ষাগৃহের সামনে ভিড় জমান সকলে ৷
কিন্তু এবার প্রশ্ন হল টাইগার-জোয়ার অ্যাকশন আর ভিলেন ইমরান হাশমি কূটনীতির মিশেল কতটা বিনোদন দিল দর্শকদের? এক অনুরাগী এক্স হ্যান্ডেলে লিখেছেন, "সলমন খানের এই মাস লেভেল এন্ট্রি বলিউডের ইতিহাসে ওয়ান অফ দ্য বিগেস্ট এন্ট্রি ৷ গায়ে কাঁটা দিয়েছে ৷ টাইগারের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক ও অ্যাকশন সিকোয়েন্স অসাধারণ ৷" আর এক অনুরাগীও লিখেছেন, "গায়ে কাঁটা দেওয়ার মতো ছবি টাইগার 3 ৷ পুরো ছবির লাইফলাইন সলমন খান ৷ এটা তাঁর কেরিয়ারের সেরা অভিনয় ৷ ক্লাইম্যাক্সে অ্যাকশন দৃশ্যটি ফাটাফাটি ৷ টাইগার 3 ঠিক যেন হলিউড ছবি!"
শনিবারই ছবির মুক্তির আগে দর্শক ও অনুরাগীদের কাছে বিশেষ বার্তা দিয়েছিলেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ ৷ তাঁরা অনুরোধ করেছিলেন, টাইগার 3-র যাতে কোনও রকম স্পয়লার না আসে ৷ অনেক পরিশ্রম ও ভালোবাসা দিয়ে তৈরি এই ছবিকে স্পয়লারদের হাত থেকে রক্ষা করার বার্তাও দিয়েছিলেন ভাইজান ৷ সেইমতো, এখনও পর্যন্ত সোশাল মিডিয়ায় বিভিন্ন রিভিউতে কোনও রকম স্পয়লার আসেনি ৷ এমনকী, ছবিতে শাহরুখ খান, হৃত্বিক রোশন ও টাইগার শ্রফের উপস্থিতি নিয়েও অনুরাগীরা স্পিকটি নট ৷ তবে দিনের শেষে কী হয়, তা সময়ই বলবে ৷