হায়দরাবাদ, 10 এপ্রিল:মুক্তি পেল সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির ট্রেলার ৷ ফরহাদ সামজি পরিচালিত এই ছবি যে অ্যাকশনে ভরপুর হতে চলেছে তার আভাস মিলেছিল টিজারেই ৷ এবার সামনে এল ট্রেলারও ৷ টিজারের মতোই মারকাটারি সংলাপ আর তুখোড় অ্যাকশনে ভরা গল্পের এই ঝলকও ৷ 'পাঠান'-এ বয়সকে তুড়ি মেরে উড়িয়ে চমকে দিয়েছিলেন শাহরুখ খান ৷ তেমনই এই ছবির ট্রেলারে চমকে দিয়েছেন সলমনও ৷ আজও তিনি সকলের প্রিয় ভাই, তার নামও একটাই 'ভাইজান' ৷
টিজারেই তিনি বলেছিলেন, "যখন শরীর-মন সবকিছু বলে ওঠে আরে অনেক হয়েছে ভাই এবার থাম ৷ আমি বলি নিয়ে এস দেখি ৷" আদতেই ফরহাদ সামজির এই ছবিতে ভাইজানকে পাওয়া যাবে একেবারে চেনা মেজাজে ৷ তাঁর কাছে ঠিক যে ফর্মুলা ছবির আশা রাখেন দর্শকরা অনুরাগীদের ঠিক তেমনই গল্প উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিল এই ট্রেলার ৷ বেশ কয়েকবছর পর প্রধান চরিত্রে পর্দায় ফিরছেন সলমন ৷ তাই দায়িত্ব অনেক ৷ ঈদে তাঁর ফ্য়ানেরা রীতিমতো অপেক্ষা করে রয়েছেন প্রিয় তারকাকে একবার দেখার জন্য় ৷