হায়দরাবাদ, 14 এপ্রিল: 2021-এর পর ঈদের বক্সঅফিস খালি ছিল ভাইজান সলমন খানের । 2023 এ আবার ঈদ মোবারক করতে আসছেন সলমন । তবে কারোর ভাই হয়ে আবার কারোর জান হয়ে। 21 এপ্রিল মুক্তি পেতে চলেছে ফারহাদ সামজি পরিচালিত 'কিসি কা ভাই, কিসি কা জান' । কিন্তু কারোর জান হওয়া স্বাস্থ্যের পক্ষে কতটা হানিকারক, মজার ছলে জানালেন সল্লু মিঞা। কপিল শর্মার শোয়ে ছবির প্রোমোশনে এসে সলমনের এমন মন্তব্য ভাইরাল সোশাল মাধ্যমে। নেটিজেনরাও সমালোচনা করেছেন সলমনের এই মন্তব্যের ।
'কিসি কা ভাই, কিসি কা জান' ছবির ট্রেলার ও গান ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে । একবছর পর সিলভার স্ক্রিনজুড়ে মাতাতে আসছেন সলমন । ছবির প্রোমোশনে হাজির হয়েছিলেন কপিল শর্মার শেয়ে। কিছুদিনের মধ্যে টেলিভিশনে সম্প্রচারিত হবে সেই এপিসোড । সেই শুটিংয়ের ছোট্ট ক্লিপিস-ই এখন ঘুরছে সোশাল দুনিয়ায় । সেখানে কপিল শর্মার 'জান' বলার অধিকার নিয়ে প্রশ্ন করায়, জবাবে সলমন জানান, কীভাবে একজন প্রেমিকা জীবনে আসেন, তারপর জীবনটাকে ধ্বংস করে অপর আর একজনের 'জান' বা প্রেমিকা হতে চলে যান।