মুম্বই, 9 মে:সলমনকে হুমকি মেল পাঠানোর অপরাধে এক ব্যক্তির বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করল মুম্বই পুলিশ ৷ পুলিশ আধিকারিকদের বক্তব্য, গত মার্চে গ্যাংস্টার গোল্ডি ব্রারের নাম করে এই ব্য়ক্তি সলমনকে বেশ কয়েকটি হুমকি মেইল পাঠিয়েছিল ৷ সলমনকে অবশ্য দীর্ঘদিন ধরেই মৃ্ত্যুর হুমকি দেওয়া হচ্ছে ৷ মনের ওপর কতখানি চাপ ফেলে এই ধরনের হুমকি বার্তা? সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছেন সলমন ৷
এই হত্যার হুমকি নিয়ে সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে বলেন, "নিরাপত্তাহীনতার থেকে নিরাপত্তার ঘেরাটোপ অনেক ভালো ৷ এখন আর কোথাও একা একা ঘোরা কিংবা সাইকেল চাপা সম্ভব হয় না ৷ আর তার থেকেও বড় কথা যখন আমি ট্রাফিক সিগন্যালে আটকে পড়ি তখন চারদিকে এতো নিরাপত্তা রক্ষীরা থাকেন এত গাড়ি থাকে যে লোকজনের রীতিমতো অসুবিধা হয় ৷ তাঁরা আমার দিকে অন্য চোখে তাকান ৷ আর আমার বেচারা ফ্যানেরাও তো কষ্টে আছেই ৷ কিন্তু এই হুমকিটা গুরুতর তাই নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছে ৷"