হায়দরাবাদ, 25 সেপ্টেম্বর:'পাঠান' ছবির টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল ভাইজান সলমন খানের ক্যামিও ৷ দুই খানের জমজমাট অ্যাকশন দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন অনুুরাগীরা ৷ আবার ফিরছে 'টাইগার' ৷ দীপাবলিতে তাঁর টাইগার ফ্রাঞ্চাইজির নতুন ছবি 'টাইগার 3' নিয়ে হাজির হতে চলেছেন সলমন ৷ ছবিতে দেখা যাবে পাঠানকেও ৷ এই খবর কমবেশি সকলেরই জানা ৷ তবে এবার সামনে এল আরেকটি বড় খবর ৷
সংবাদমাধ্যমের রিপোর্টকে সত্যি বলে মেনে নিলে 27 সেপ্টেম্বর বড় খবর নিয়ে হাজির হতে চলেছে টাইগার ৷ যদিও একে সঠিক অর্থে টিজার বলতে রাজি নন অনেকেই ৷ কারণ খবর অনুযায়ী নির্মাতারা এর নাম দিয়েছেন 'টাইগার কা মেসেজ' ৷ অর্থাৎ অনুরাগীদের উদ্দেশ্য হয়তো আগামী 27 সেপ্টেম্বর কোনও বার্তা নিয়ে হাজির হবেন সলমন ৷
এরই মধ্যে সোমবার সকালে একটি রহস্যময় পোস্ট করেছেন অভিনেতা ৷ সেখানে তিনি লিখেছেন, "সকাল সকাল 'এফ' দিয়ে একটা নতুন শব্দ শিখেছি বিকেল চারটে নাগাদ বলব ৷" বিকেল চারটে নাগাদ কী এই খবরই দিতে চলেছেন অভিেতা তা অবশ্য জানা যায়নি ৷ যশরাজ ফিল্মসের ব্যানারে তৈরি এই ছবির হাত ধরে স্পাই ইউনিভার্সের আরও খানিকটা আভাস সামনে আনতে চলেছেন নির্মাতারা ৷
আরও পড়ুন:মুখ্যমন্ত্রী শিন্ডের বাসভবনে বাদশা থেকে ভাইজান, গণপতি দর্শনে চাঁদের হাট
সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে টাইগার তার নতুন ভিডিয়োতে যে বার্তা দেবেন, তাকে ট্রেলারের আগে প্রিলিউড হিসাবে ধরা যেতে পারে ৷ টাইগার, কবীর এবং পাঠান- অর্থাৎ স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি হতে চলেছে 'টাইগার 3' ৷ এরপর আগামিদিনে 'ওয়ার 2' এবং 'টাইগার ভার্সেস পাঠান' এই দু'টি ছবিও মুক্তি পাওয়ার কথা রয়েছে ৷ তবে আপাতত লক্ষ্য টাইগার ছবির তৃতীয় কিস্তি ৷ এর আগে সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিটি বক্স অফিসে তেমন জায়গা করতে পারেনি ৷ তাই এই ছবির জন্য় এখন মুখিয়ে আছেন ভাইজান ভক্তরা ৷