মুম্বই, 3 ফেব্রুয়ারি:দক্ষিণের বিখ্যাত অভিনেত্রী পূজা হেগড়ের ভাই ঋষভ হেগড়ে বিবাহ বন্ধনে বাঁধা পড়েন গত 30 জানুয়ারি ৷ শিবাণী শেট্টিকে বেছে নিয়েছেন তাঁর জীবনসঙ্গী হিসাবে ৷ তাঁর বিয়ের বেশ কিছু ছবি পূজা শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে ৷ আর সেই ছবি এখন রীতিমতো ভাইরাল ৷ ভাইরাল এই ছবিতে ভাইজান সলমন খানকে দেখা গিয়েছে বর কনের সঙ্গে পোজ দিতে (Salman Khan on Pooja Hegde brother marriage )৷
ম্যাঙ্গালোরে এই বিয়ের অনুষ্ঠানে হাজির হন ভাইজান ৷ তাঁর ফ্যান ক্লাবের তরফে শেয়ার করা হয়েছে অনুষ্ঠানের বিভিন্ন ছবি (Salman Khan attends Pooja Brother wedding ) ৷ সলমনকে এদিন দেখা গিয়েছে কালো শার্ট এবং ম্যাচিং প্যান্টে ৷ অনুষ্ঠানের বেশকিছু ভিডিয়োও ভাইরাল হয়েছে নেটপাড়ায় ৷ আর সেখানে একসঙ্গে কোমর দোলাতে দেখা গিয়েছে পূজা এবং সলমন দু'জনকেই ৷ আগামী দিনে সলমনের সঙ্গেই পর্দায় আসতে চলেছেন পূজা হেগড়ে ৷ এই দক্ষিণী অভিনেত্রীকে এবার দেখা যাবে 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে ৷