কলকাতা, 5 ডিসেম্বর: ডিসেম্বরের শহরে সিনেমা উৎসব, তাও আবার সেটা যদি হয় আন্তর্জাতিক; তাহলে হাজার শীতেও উত্তাপ টের পাওয়া স্বাভাবিক ৷ মঙ্গলবার বিকেলে নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুভসূচনা আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের 29তম সংস্করণের ৷ সেই অনুষ্ঠানের উত্তাপ বাড়াতে মঙ্গলবার সকালেই শহরে পা রাখলেন সলমন খান ৷ 'ভাইজান'কে এদিন বিমানবন্দরে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়।
সোমবার সন্ধেয় চলে এসেছেন অনিল কাপুর। এই দুই অভিনেতা ছাড়াও কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকার কথা শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, কমল হাসান, জয়া বচ্চন, মহেশ ভাটের মত অভিনেতা-পরিচালকদের। উৎসবের শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায় ৷
মঙ্গলবার সকাল 6টা 45 মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখেন সলমন। সল্লু মিয়াঁকে দেখতে ভক্তদের ভিড় জমে বিমানবন্দর চত্বরে। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়। সলমনের জন্য কলকাতা বিমানবন্দরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। অনুরাগীদের উদ্দেশে বিমানবন্দরে হাত নাড়তে দেখা যায় সলমনকে। অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শেরাও রয়েছেন তাঁর সঙ্গে। চলতি বছরেই ইস্টবেঙ্গল ক্লাবের একটি অনুষ্ঠানে যখন যোগ দিতে এসেছিলেন তখনই রাজ্যের মুখ্যমন্ত্রী চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁকে। কথা রাখলেন 'টাইগার 3' অভি নেতা।
এ বছর চলচ্চিত্র উৎসবে আতিথেয়তার দায়িত্ব সামলাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের দল 'দীক্ষামঞ্জরী'। পারফর্ম করবেন সৌরভ-জায়া স্বয়ং। আর সেই গান নির্বাচন করেছে উৎসবের আয়োজক সংস্থা রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা 'এই পৃথিবী একটাই দেশ' গানটি গেয়েছেন পলক মুচ্ছল।
আরও পড়ুন:
- শহরজুড়ে দশটি গাড়িতে ঘুরছে চলচ্চিত্র উৎসবের থিম সং
- মঙ্গলে শুরু সিনেমা উৎসব, নানা রঙে সেজে উঠছে নন্দন
- ফাইটারে হৃত্বিক স্কোয়াড্রন লিডার প্যাটি, প্রকাশ্যে ফার্স্ট লুক