মুম্বই, 15 অগস্ট:স্বাধীনতা দিবসের 75 বছর পূর্তিতে মেতে উঠেছে দেশ, বিশেষদিনে ভক্তদের সুখবর দিলেন সলমন খান ৷ স্বাধীনতা দিবসে তাঁর বহু প্রতিক্ষিত ছবি 'টাইগার 3'-এর মুক্তির তারিখ জানালেন বলিউডের ভাইজান ৷ নয়া ছবির দিনঘোষণার জন্য স্বাধীনতা দিবসকে বেছে নেওয়ারও বিশেষ কারণ রয়েছে ৷ ঘটনাচক্রে এদিন দশ বছর পূর্ণ করল টাইগার ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি 'এক থা টাইগার' (Salman Khan Tiger 3 Release Date) ৷
ছবির মুক্তির ঘোষণা উপলক্ষে এবং 'এক থা টাইগার'-এর দশ বছর পূর্তি উপলক্ষে একটি ভিডিয়োও শেয়ার করেছেন সলমন ৷ ঈদ উপলক্ষে আগামী বছর 21 এপ্রিল টাইগার সিরিজের এই নতুন ছবিটি মুক্তি পেতে চলেছে । লকডাউনের জেরে স্থগিত করা হয়েছিল এই ছবির শ্যুটিং ৷ অতিমারির ভয় কমলে আবার শুরু হয়েছে এই ছবির কাজ ৷ আগেই ছবির একটি টিজারও ভক্তদের জন্য শেয়ার করা হয়েছে ৷ সেখানেও ক্যাটরিনা কাইফ এবং সলমনের হালকা ঝলকও দেখে নিয়েছেন অনুরাগীরা ৷