পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Tiger 3 Release Date এক থা টাইগারের দশম বর্ষপূর্তির দিনে টাইগার থ্রির দিনঘোষণা ভাইজানের - Salman Khan announces Tiger 3 release date on 10 years completion of Ek Tha Tiger

ভক্তদের বড় সুখবর দিলেন বলিউডের ভাইজান ৷ স্বাধীনতা দিবসে তাঁর বহু প্রতিক্ষিত টাইগার সিরিজের সিক্যুয়ালের মুক্তির তারিখ জানালেন অভিনেতা ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী বছর 21 এপ্রিল (Salman Khan Tiger 3 Release Date)।

Tiger 3 Release Date
এক থা টাইগারের দশ বছর পার, এই দিনেই টাইগার সিরিজের সিক্যুয়ালের দিন ক্ষণ জানালেন ভাইজান

By

Published : Aug 15, 2022, 6:24 PM IST

Updated : Aug 15, 2022, 6:55 PM IST

মুম্বই, 15 অগস্ট:স্বাধীনতা দিবসের 75 বছর পূর্তিতে মেতে উঠেছে দেশ, বিশেষদিনে ভক্তদের সুখবর দিলেন সলমন খান ৷ স্বাধীনতা দিবসে তাঁর বহু প্রতিক্ষিত ছবি 'টাইগার 3'-এর মুক্তির তারিখ জানালেন বলিউডের ভাইজান ৷ নয়া ছবির দিনঘোষণার জন্য স্বাধীনতা দিবসকে বেছে নেওয়ারও বিশেষ কারণ রয়েছে ৷ ঘটনাচক্রে এদিন দশ বছর পূর্ণ করল টাইগার ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি 'এক থা টাইগার' (Salman Khan Tiger 3 Release Date) ৷

ছবির মুক্তির ঘোষণা উপলক্ষে এবং 'এক থা টাইগার'-এর দশ বছর পূর্তি উপলক্ষে একটি ভিডিয়োও শেয়ার করেছেন সলমন ৷ ঈদ উপলক্ষে আগামী বছর 21 এপ্রিল টাইগার সিরিজের এই নতুন ছবিটি মুক্তি পেতে চলেছে । লকডাউনের জেরে স্থগিত করা হয়েছিল এই ছবির শ্যুটিং ৷ অতিমারির ভয় কমলে আবার শুরু হয়েছে এই ছবির কাজ ৷ আগেই ছবির একটি টিজারও ভক্তদের জন্য শেয়ার করা হয়েছে ৷ সেখানেও ক্যাটরিনা কাইফ এবং সলমনের হালকা ঝলকও দেখে নিয়েছেন অনুরাগীরা ৷

2012 সালে মুক্তি পাওয়া 'এক থা টাইগার' এবং 2017 সালে পর্দায় আসা 'টাইগার জিন্দা হ্যায়'-এর পর এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ৷ এর মাঝে অবশ্য বদলেছে অনেক কিছু ৷ 'এক থা টাইগার পরিচালনা' করেছিলেন কবীর খান ৷ এরপর 'টাইগার জিন্দা হ্যায়' ছবিতে পরিচালনার দায়িত্বে আসেন আলি আব্বাস জাফর ৷ 'টাইগার থ্রি'-তে পরিচালনার দায়িত্ব পেয়েছেন মণীশ শর্মা ৷

আরও পড়ুন:এসে গেল ওয়েব সিরিজ ভাগাড়ের নয়া পোস্টার

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন ইমরান হাশমিও ৷ অর্থাৎ এবার ক্যাটরিনা-ভাইজান তো বটেই সঙ্গে জুটি বাঁধছেন 'সিরিয়াল কিসার' ৷ এখন গল্পে কী কী মোড় আসে তা দেখার জন্য রীতিমতো মুখিয়ে আছেন সকলে ৷ ভাইজান অবশ্য় এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি 'কভি ঈদ কভি দিওয়ালি'-র শ্য়ুটিং নিয়ে ৷ আপাতত তিনি রয়েছেন লাদাখে ৷ সোমবারই শ্য়ুটিংয়ের জন্য রওনা দিয়েছেন তিনি ৷

Last Updated : Aug 15, 2022, 6:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details