হায়দরাবাদ, 12 নভেম্বর: একদিকে যখন আলোর উৎসবে আতসবাজি ফাটছে অন্যদিকে তখন সিটি আর করতালিতে কাঁপছে দেশের বহু প্রেক্ষাগৃহ ৷ মুক্তির পরই ফার্স্ট ডে ফার্স্ট শোয়ে ম্যাজিক দেখালেন টাইগার-জোয়া ৷ সোশাল মিডিয়ায় অনুরাগীদের প্রতিক্রিয়াতেই স্পষ্ট দিওয়ালিতে ব্লকব্লাস্টার উপহার দিয়েছে সলমন খান-ক্যাটরিনা কাইফের 'টাইগার 3' ৷ উপরি পাওনা টাইগার-পাঠানের অ্যাকশন সিকোয়েন্স ৷ যার ছোট্ট ঝলক ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটপাড়ায় ৷ বলাই বাহুল্য স্বভাবসিদ্ধ ঢঙে অনুরাগীদের মন কেড়েছেন হিন্দি ছবির দুই মহাতারকা।
রবিবার সকালেই ভাইজান এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "টাইগার 3 মুক্তি পেয়ে গিয়েছে ৷ দেখা হবে সেখানে ৷" সলমনের ডাই-হার্ড ফ্যানেরা নিরাশ করেননি তাঁকে ৷ সকালের শো-তেই অনুরাগীদের ভিড় ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ৷ সিনেমা দেখে ইতিমধ্যেই অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটপাড়ায় ৷
ফিল্ম সমালোচক সুমিত কাদেল লিখেছেন, "টাইগার 3 স্পাই সাগার অন্যতম একটা ছবি ৷ প্রথম হাফের থেকে দ্বিতীয় হাফে রয়েছে ভরপুর বিনোদন ৷ টাইগার হিসাবে সলমন খান আরও একবার প্রমাণ করলেন তিনি বলিউডের বিগেস্ট অ্যাকশন স্টার ৷ ইমরান হাসমি ও ক্যাটরিনা কাইফের অভিনয়ও অসাধারণ ৷ পরিচালক মণীশ শর্মা টাইগারকে আরও একটু বেশি ব্যবহার করলে ভালো হত ৷"
শুধু কী তাই, টাইগারের সঙ্গে পাঠানের স্ক্রিনশেয়ারের ছোট্ট ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ সলমনকে বাঁচাতে হাজির শাহরুখ ৷ পর্দায় দুই খান আসতেই, উচ্ছ্বাস অনুরাগীদের ৷ সিট থেকে উঠে পড়ে চলে সিটি, হাততালি ৷ এক অনুরাগী লিখেছেন, "এক কথায় ডিসেন্ট ছবি ৷ ছবির সেকেন্ডহাফ আরও ভালো ৷ রয়েছে নন-স্টপ অ্যাকশন ৷ ছবির পরতে পরতে রয়েছে টুইস্ট ৷ তবে অনেক সময় তা কিছুটা আন্দাজ করা যায় ৷ পাঁচে তিন দেওয়া যায় এই ছবিকে ৷"
আবার এক দর্শক লিখেছেন, "ব্লকব্লাস্টার ছবি ৷ প্রচুর টুইস্টের সঙ্গে রয়েছে ভরপুর অ্যাকশন ৷ রয়েছে ইমোশন থেকে শুরু করে দেশাত্মবোধও ৷ প্রত্যেক তারকার এন্ট্রিই নজরকাড়া ৷"