পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সালার বনাম ডাঙ্কি অগ্রিম বুকিং: দৌড় শুরু শাহরুখের ফিল্মের, আপাতত টেক্কা প্রভাসের ছবিকে - সালার পার্ট 1সিজফায়ার

Salaar vs Dunki advance booking collection: শাহরুখ খানের ডাঙ্কি 21 ডিসেম্বর মুক্তি পাচ্ছে, তার পরের দিনই আসছে প্রভাস অভিনীত সালার: পার্ট 1- সিজফায়ার ৷ তবে দুই বিগ বাজেট ছবির অগ্রিম বুকিং-এর লড়াই ঠিক কোন পর্যায়ে রয়েছে, দেখে নেব ৷

Salaar vs Dunki advance booking collection
সালার বনাম ডাঙ্কি অগ্রিম বুকিং

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 2:49 PM IST

হায়দরাবাদ, 19 ডিসেম্বর:বড়দিনের মরশুমে বক্স অফিসে জোর টক্কর হতে চলেছে আসন্ন দুই ফিল্ম সালার ও ডাঙ্কির মধ্যে ৷ মুক্তির আগে আগাম বুকিং-এ তারই ইঙ্গিত মিলেছে ৷ রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখ খানের ডাঙ্কি 21 ডিসেম্বর মুক্তি পাচ্ছে, আর তার ঠিক পরের দিন আসছে প্রভাসের সালার: পার্ট 1- সিজফায়ার ৷ অগ্রিম বুকিং-এ দেশের মাটিতে সালারকে পেছনে ফেলে এগিয়ে গেল ডাঙ্কি ৷ তবে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে প্রভাসের ফিল্ম ৷

ডাঙ্কির অগ্রিম বুকিং সংগ্রহ: ডাঙ্কির প্রথম দিনে 7.36 কোটি টাকা আয় করেছে ৷ বিশেষত হিন্দি ছবির ক্ষেত্রে এটি একটি শক্তিশালী ওপেনিং । ভারত জুড়ে 9,694টি শো-এর জন্য 2,55,796 টি টিকিট বিক্রি হয়েছে, অর্থাৎ প্রাথমিক দৌড় থেকেই পুরোদমে এগোচ্ছে এই ছবি ৷ অন্যদিকে, সালার: পার্ট 1- সিজফায়ার অগ্রিম বুকিংয়ে সব ভাষার জন্য 6 কোটি টাকা সংগ্রহ করেছে । ভারত জুড়ে 4,343টি শোয়ের জন্য 2,48,564 টি টিকিট বিক্রি হয়েছে ৷ বিশেষ করে হিন্দি এবং তেলুগু বাজারে এটা বেশ ভালো ওপেনিং ।

সালার অগ্রিম বুকিং সংগ্রহ:অগ্রিম বুকিং-এর দৌড়ে উভয় চলচ্চিত্রের প্রতি একটি উল্লেখযোগ্য আগ্রহ প্রকাশ পেয়েছে দর্শকদের ৷ প্রথম দিনের অগ্রিম বুকিং-এ সালারের সংগ্রহ 6.03 কোটি টাকা । উল্লেখ্য, হিন্দি শোগুলির 36,262 টি টিকিট থেকে 1.12 কোটি টাকা আয় হয়েছে ৷ আর তেলুগু সংস্করণের শোগুলির 1,29,817 টি টিকিট থেকে 3.52 কোটি টাকা আয় হয়েছে ৷ এছাড়াও এই ফিল্ম কন্নড়, তামিল এবং মালায়ালম ভাষায়ও মুক্তি পাচ্ছে ৷ এই ভাষায় টিকিট বিক্রি ধীরে ধীরে বাড়ছে ।

ডাঙ্কি ডায়েরি ও বান্দা গান রিলিজ:এ দিকে, ডাঙ্কি ডায়েরিতে, শাহরুখ খান দিলজিৎ দোসাঞ্জের গাওয়া বান্দা টাইটাল সং দর্শকদের মন কেড়েছে । একটি বিশেষ ভিডিয়ো প্রকাশ করা হয়েছে, যেখানে শাহরুখ এবং তাপসী পান্নু পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে চলচ্চিত্রের নির্মাণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করছেন ৷ এই ভিডিয়ো ও গানটির মুক্তি চলচ্চিত্রটির প্রচারের অংশ হিসেবে কাজ করছে ৷

সালারের ট্রেলার:সালারপার্ট 1- সিজফায়ারের ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে, যা দর্শকদের মুগ্ধ করেছে ৷ প্রশান্ত নীল দ্বারা পরিচালিত এবং পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান এবং জগপতি বাবু-সহ একটি প্রতিভাবান কাস্টের পাশাপাশি প্রধান ভূমিকায় প্রভাসকে বসিয়েছে ৷ নির্মাতারা প্রভাস, প্রশান্ত নীল এবং পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে একটি বিশেষ সাক্ষাত্কার উন্মোচন করবেন বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. বড়দিনে জোর টক্কর, দেশে অগ্রিম বুকিংয়ে শাহরুখের ডাঙ্কির থেকে সামান্য এগিয়ে প্রভাসের সালার
  2. ছবি মুক্তির আগেই সম্মুখ সমরে শাহরুখ-প্রভাস, গান-ট্রেলার মুক্তি পেল একইদিনে
  3. শুরু 'ডাঙ্কি'র কাউন্টডাউন, নতুন পোস্টার শেয়ার করে দর্শকদের বার্তা কিং খানের

ABOUT THE AUTHOR

...view details