হায়দরাবাদ, 19 ডিসেম্বর:বড়দিনের মরশুমে বক্স অফিসে জোর টক্কর হতে চলেছে আসন্ন দুই ফিল্ম সালার ও ডাঙ্কির মধ্যে ৷ মুক্তির আগে আগাম বুকিং-এ তারই ইঙ্গিত মিলেছে ৷ রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখ খানের ডাঙ্কি 21 ডিসেম্বর মুক্তি পাচ্ছে, আর তার ঠিক পরের দিন আসছে প্রভাসের সালার: পার্ট 1- সিজফায়ার ৷ অগ্রিম বুকিং-এ দেশের মাটিতে সালারকে পেছনে ফেলে এগিয়ে গেল ডাঙ্কি ৷ তবে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে প্রভাসের ফিল্ম ৷
ডাঙ্কির অগ্রিম বুকিং সংগ্রহ: ডাঙ্কির প্রথম দিনে 7.36 কোটি টাকা আয় করেছে ৷ বিশেষত হিন্দি ছবির ক্ষেত্রে এটি একটি শক্তিশালী ওপেনিং । ভারত জুড়ে 9,694টি শো-এর জন্য 2,55,796 টি টিকিট বিক্রি হয়েছে, অর্থাৎ প্রাথমিক দৌড় থেকেই পুরোদমে এগোচ্ছে এই ছবি ৷ অন্যদিকে, সালার: পার্ট 1- সিজফায়ার অগ্রিম বুকিংয়ে সব ভাষার জন্য 6 কোটি টাকা সংগ্রহ করেছে । ভারত জুড়ে 4,343টি শোয়ের জন্য 2,48,564 টি টিকিট বিক্রি হয়েছে ৷ বিশেষ করে হিন্দি এবং তেলুগু বাজারে এটা বেশ ভালো ওপেনিং ।
সালার অগ্রিম বুকিং সংগ্রহ:অগ্রিম বুকিং-এর দৌড়ে উভয় চলচ্চিত্রের প্রতি একটি উল্লেখযোগ্য আগ্রহ প্রকাশ পেয়েছে দর্শকদের ৷ প্রথম দিনের অগ্রিম বুকিং-এ সালারের সংগ্রহ 6.03 কোটি টাকা । উল্লেখ্য, হিন্দি শোগুলির 36,262 টি টিকিট থেকে 1.12 কোটি টাকা আয় হয়েছে ৷ আর তেলুগু সংস্করণের শোগুলির 1,29,817 টি টিকিট থেকে 3.52 কোটি টাকা আয় হয়েছে ৷ এছাড়াও এই ফিল্ম কন্নড়, তামিল এবং মালায়ালম ভাষায়ও মুক্তি পাচ্ছে ৷ এই ভাষায় টিকিট বিক্রি ধীরে ধীরে বাড়ছে ।