হায়দরাবাদ, 4 নভেম্বর: বলিউডের বাদশা শাহরুখ খানের 58তম জন্মদিনে অনুরাগীদের বিশেষ উপহার দিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি ৷ প্রকাশ্যে এনেছেন বহু প্রতীক্ষিত 'ডাঙ্কি' ছবির টিজার ৷ মজার ছলে ভারি কথা কীভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে হয়, তা ভালোভাবেই জানেন পরিচালক ৷ স্বভাবতই অনুপ্রবেশের মতো ঘটনাকে কমিক আকারে তুলে ধরেন দর্শকদের সামনে ৷ তা সাদরে গ্রহণও করে দর্শক ৷ তবে উপেক্ষা করা গেল না, সালার ছবির টিজারও ৷ প্রকাশ্যে 'সালার:পার্ট 1-সিজফায়ার' টিজার ৷ শাহরুখ ভার্সেস প্রভাস দ্বন্দ্বে এখনও পর্যন্ত এগিয়ে দক্ষিণী তারকাই ৷
'ডাঙ্কি'র প্রথম টিজার আসতেই তা নেট দুনিয়ায় ছেয়ে যায় ৷ 24 ঘণ্টায় শাহরুখের দর্শক সংখ্যা হিংসা করার মতো জায়গায় পৌঁছে যায় ৷ কিন্তু প্রভাসের সালার-টিজার আসতেই ঘেঁটে যায় পুরো অঙ্কটা ৷ ইউটিউবে 24 ঘণ্টায় মোস্ট ভিউয়ড ইন্ডিয়ান টিজারের তালিকায় 5 নম্বরে জায়গা করে নেয় সালার ৷ সেখানে ডাঙ্কির ভিউয়ার সংখ্যা ছিল 24 ঘণ্টায় 36.8 মিলিয়ন ৷ সেখানে সালার-এৎ ভিউয়ার সংখ্যা চোখ কপালে তোলার মতোই ৷ টিজারেই 83 মিলিয়ন দর্শক কেড়ে নিয়েছেন প্রভাস ৷
24 ঘণ্টায় ভিউয়ারশিপ হিসেবে সেরা পাঁচটি ভারতীয় টিজারের তালিকায় এই মুহূর্তে এক নম্বরে রয়েছে 'সালার' ৷ এরপরেই রয়েছে 'আদিপুরুষ' ৷ যার ভিউয়ার সংখ্যা ছিল 69 মিলিয়ন ৷ তালিকার তৃতীয় স্থানে 'কেজিএফ 2' ৷ ভিউয়ার সংখ্যা 68.8 মিলিয়ন ৷ 42.7 মিলিয়ন ভিউয়ার সংখ্যা নিয়ে চতুর্থ স্থানে প্রভাস অভিনীত 'রাধে শ্যাম' ৷ তারপর পাঁচ নম্বরে 'ডাঙ্কি' ৷