পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ছবি মুক্তির আগেই সম্মুখ সমরে শাহরুখ-প্রভাস, গান-ট্রেলার মুক্তি পেল একইদিনে - সালার

Salaar Trailer 2 And Dunki Song Release: ছবি মুক্তির আগেই সম্মুখ সমরে শাহরুখ-প্রভাস ৷ একই দিনে মুক্তি পেল 'ডাঙ্কি' ছবির নতুন গান এবং 'সালার' ছবির নতুন ট্রেলার ৷

Salaar Trailer 2 And Dunki Song Release
ছবি মুক্তির আগেই সম্মুখ সমরে শাহরুখ-প্রভাস, গান-ট্রেলার মুক্তি পেল একইদিনে

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 10:13 PM IST

হায়দরাবাদ, 18 ডিসেম্বর: 'ডাঙ্কি' এবং 'সালার' দু'টি ছবি নিয়েই উত্তেজনা এখন তুঙ্গে ৷ শাহরুখ খান এবং প্রভাস সম্মুখ সমরে কে এগিয়ে যাবেন কেই বা থাকবেন পিছিয়ে, সেটাই এখন দেখার ৷ ছবি মুক্তির আগে থেকে চলছে নানা পারমুটেশন-কম্বিনেশন ৷ এরই মাঝে সোমবার একদিকে মুক্তি পেল 'সালার: দ্য সিজফায়ার' ছবির নতুন ট্রেলার আর অন্যদিকে মুক্তি পেল 'ডাঙ্কি' ছবির গান 'বান্দা' ৷

প্রভাসের এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী 22 ডিসেম্বর ৷ ঠিক একদিন আগে হলে মুক্তি পেতে চলেছে 'ডাঙ্কি' ৷ সোমবার বিকেল নাগাদ ফাইনাল ট্রেলার নিয়ে হাজির হলেন প্রভাস ৷ নতুন ট্রেলারেও ডার্ক সিক্যুয়েন্সে রয়েছে দুরন্ত অ্যাকশন ৷ পরিচালক প্রশান্ত নীলের অন্য ছবির মতোই এও এক নায়কের উত্থানের কাহিনি ৷ এখানে রয়েছে দুই বন্ধুর গল্প ৷ পৃথ্বীরাজ সুকুমারনকে দেখা গিয়েছে প্রভাসের বন্ধুর চরিত্রে ৷ এই চরিত্রটির নাম বর্ধরাজা মান্নার ৷ প্রভাসের চরিত্রের নাম দেবা ৷ দেবা তার বন্ধুর জন্য যা প্রয়োজন সবই করতে প্রস্তুত ৷ সে সবসময় বন্ধুর বিপদের দিনে ত্রাতা হয়ে ওঠে ৷

এখানেও এক কল্পনার শহর তৈরি করেছেন প্রশান্ত নীল ৷ জায়গাটির নাম তিনি দিয়েছেন খানসার ৷ খানসার শহর তৈরি হয় ডাকাতদের হাত ধরে ৷ সেই ডাকাতদের রাজে এবার খালি হয়েছে সিংহাসন ৷ সর্দার চান নতুন সর্দার হোক তার ছেলে বর্ধরাজা ৷ কিন্তু তাকে মারতে উদ্যত হয় বাকিরা ৷ তখনই তাকে বাঁচাতে এগিয়ে আসে দেবা ৷ কিন্তু কোনও এক অজানা কারণে এরাই হয়ে ওঠে সবচেয়ে বড় শত্রু ৷ তারপর কী হয়, তা বলবে এই ছবি ৷ ছবিতে প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারন ছাড়াও রয়েছেন শ্রুতি হাসান, ববি সিমহা এবং জগপতি বাবু ৷ প্রযোজনার দায়িত্বে রয়েছে হোমবেল ফিল্মস ৷

অন্য়দিকে শাহরুখের ছবিরও একটি গান মুক্তি পেয়েছে এদিন ৷ গানে কণ্ঠ দিয়েছেন দিলজিৎ দোসাঞ্জ ৷ সুর দিয়েছেন প্রীতম ৷ দ্রুত লয়ের এই গানে দেখা গিয়েছে শাহরুখের নাচের কিছু দারুণ স্টেপ ৷ শাহরুখের সঙ্গে বাকিদের রসায়নের কিছু দিকও ফুটে উঠেছে এই গানে ৷ এর আগেই 'লুটপুট গ্যায়া' এবং ও 'মাহি'র মতো গান দিয়ে অনুরাগীদের মন জয় করেছেন শাহরুখ ৷

শাহরুখের ছবি মুক্তির ঠিক তিন দিন আগে মুক্তি পেল 'বান্দা' ৷ ছবিতে দেখানো হবে লন্ডন যেতে চাওয়া কিছু কিশোর ও এক তরুণীর কাহিনি ৷ ইংরেজি তারা ভালো জানে না ৷ সেজন্য় সোজাপথে বিদেশ যাওয়ার রাস্তা তাদের নেই ৷ কীভাবে তারা পৌঁছবে বিদেশে পারবে কী? সেই কাহিনিই তুলে ধরবে এই ছবি ৷

আরও পড়ুন:

  1. দুবাইয়ে 'ডাঙ্কি'র প্রচারে এসে 25 বছর পর ফের 'ছেঁইয়া ছেঁইয়া'র সুরে কোমর দোলালেন কিং খান
  2. মাদাম তুসো জাদুঘরে অভিনেতা রণবীর সিংয়ের ওয়াক্স প্রতিমূর্তি
  3. অসুস্থ অভিনেত্রী তনুজা, আইসিইউ তে চিকিৎসকদের পর্যবেক্ষণে অভিনেত্রী

ABOUT THE AUTHOR

...view details