হায়দরাবাদ, 18 ডিসেম্বর: 'ডাঙ্কি' এবং 'সালার' দু'টি ছবি নিয়েই উত্তেজনা এখন তুঙ্গে ৷ শাহরুখ খান এবং প্রভাস সম্মুখ সমরে কে এগিয়ে যাবেন কেই বা থাকবেন পিছিয়ে, সেটাই এখন দেখার ৷ ছবি মুক্তির আগে থেকে চলছে নানা পারমুটেশন-কম্বিনেশন ৷ এরই মাঝে সোমবার একদিকে মুক্তি পেল 'সালার: দ্য সিজফায়ার' ছবির নতুন ট্রেলার আর অন্যদিকে মুক্তি পেল 'ডাঙ্কি' ছবির গান 'বান্দা' ৷
প্রভাসের এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী 22 ডিসেম্বর ৷ ঠিক একদিন আগে হলে মুক্তি পেতে চলেছে 'ডাঙ্কি' ৷ সোমবার বিকেল নাগাদ ফাইনাল ট্রেলার নিয়ে হাজির হলেন প্রভাস ৷ নতুন ট্রেলারেও ডার্ক সিক্যুয়েন্সে রয়েছে দুরন্ত অ্যাকশন ৷ পরিচালক প্রশান্ত নীলের অন্য ছবির মতোই এও এক নায়কের উত্থানের কাহিনি ৷ এখানে রয়েছে দুই বন্ধুর গল্প ৷ পৃথ্বীরাজ সুকুমারনকে দেখা গিয়েছে প্রভাসের বন্ধুর চরিত্রে ৷ এই চরিত্রটির নাম বর্ধরাজা মান্নার ৷ প্রভাসের চরিত্রের নাম দেবা ৷ দেবা তার বন্ধুর জন্য যা প্রয়োজন সবই করতে প্রস্তুত ৷ সে সবসময় বন্ধুর বিপদের দিনে ত্রাতা হয়ে ওঠে ৷
এখানেও এক কল্পনার শহর তৈরি করেছেন প্রশান্ত নীল ৷ জায়গাটির নাম তিনি দিয়েছেন খানসার ৷ খানসার শহর তৈরি হয় ডাকাতদের হাত ধরে ৷ সেই ডাকাতদের রাজে এবার খালি হয়েছে সিংহাসন ৷ সর্দার চান নতুন সর্দার হোক তার ছেলে বর্ধরাজা ৷ কিন্তু তাকে মারতে উদ্যত হয় বাকিরা ৷ তখনই তাকে বাঁচাতে এগিয়ে আসে দেবা ৷ কিন্তু কোনও এক অজানা কারণে এরাই হয়ে ওঠে সবচেয়ে বড় শত্রু ৷ তারপর কী হয়, তা বলবে এই ছবি ৷ ছবিতে প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারন ছাড়াও রয়েছেন শ্রুতি হাসান, ববি সিমহা এবং জগপতি বাবু ৷ প্রযোজনার দায়িত্বে রয়েছে হোমবেল ফিল্মস ৷