পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সোশাল মিডিয়ায় ঝড় তুলল 'সালার', প্রভাসের লুকে 'ফিদা' নেটিজেনরা - Salaar Part 1 CeaseFire trailer on social media

Salaar Trailer Release: মুক্তি পেল 'সালার' ছবির ট্রেলার ৷ নিমেষে তা ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ উচ্ছ্বসিত অনুরাগীরা ৷

Salaar Trailer Release
মুক্তি পেল 'সালার' ছবির ট্রেলার

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 7:23 PM IST

Updated : Dec 1, 2023, 7:35 PM IST

হায়দরাবাদ, 1 ডিসেম্বর: অবশেষ বহু প্রতীক্ষিত 'সালার পার্ট 1 সিজফায়ার' ট্রেলার প্রকাশ্যে ৷ নেট দুনিয়ায় আগুন ঝড়ালেন দক্ষিণী সুপারস্টার প্রভাস ৷ প্রশান্ত নীল পরিচালিত ভরপুর অ্যাকশন ও প্রভাসের এন্ট্রি মুগ্ধ করেছে অনুরাগীদের ৷ ফলে ট্রেলার বেরোতেই নিমেষে তা ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

হোমবেল প্রযোজনা সংস্থার তরফ থেকে শেয়ার করা হয়েছে সালার ছবির ট্রেলার ৷ কিছুদিন আগেই ইন্সটাগ্রামে 'সালার পার্ট 1 সিজফায়ার' ছবির নতুন একটি পোস্টার সামনে আনা হয়েছিল ৷ তাতেই লেখা হয়েছিল "সকলেই তৈরি হয়ে যান ৷ সালার সিজফায়ার ছবির ট্রেলার আসছে পয়লা ডিসেম্বর ঠিক সন্ধ্যে 7.19 মিনিটে ৷" সেই কথা রেখেছে প্রযোজনা সংস্থা ৷

এর আগে কেজিএফ চ্যাপ্টার 1 ও 2 বানিয়ে দর্শক দরবারে ছাপ ফেলেছেন পরিচালক প্রশান্ত ৷ এবার তিনি চমক রাখলেন 3 মিনিট 46 সেকেন্ডের ট্রেলারে ৷ প্রভাস ছাড়াও মুখ্যচরিত্রে রয়েছেন জগপতি বাবু, পৃথ্বিরাজ সুকুমারন ও শ্রুতি হাসান ৷ ছবিটি তেলুগু, তামিল, হিন্দি, কন্নড় ও মালয়লম ভাষায় মুক্তি পাবে 22 ডিসেম্বর ৷ অন্যদিকে, একই দিনে মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানি ও শাহরুখ খান জুটির ডাঙ্কি৷ শুধু তাই নয়, এদিন মুক্তি পেয়েছে এই ছবির নতুন গানও ৷ যা সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ এবার সময় প্রভাসের ৷

উল্লেখ্য, ডাঙ্কির টিজারের থেকে বেশি ছবির টিজার দর্শকমন বেশি ছাপ ফেলে ৷ ইউটিউবে 24 ঘণ্টায় মোস্ট ভিউয়ড ইন্ডিয়ান টিজারের তালিকায় 5 নম্বরে জায়গা করে নেয় সালার ৷ টিজারেই 83 মিলিয়ন দর্শক কেড়ে নেন প্রভাস ৷ সেই প্রভাব পড়ল ট্রেলারেও ৷ অন্যরকম রূপে প্রভাসকে দেখে উত্তেজিত অনুরাগীরা ৷

Last Updated : Dec 1, 2023, 7:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details