হায়দরাবাদ, 29 ডিসেম্বর:প্রশান্ত নীল পরিচালিত 'সালার পার্ট ওয়ান: সিজ ফায়ার' বক্স অফিসে দাপটের সঙ্গে এগিয়ে চলেছে ৷ পাশাপাশি রাজকুমার হিরানির 'ডাঙ্কি' নিয়ে উৎসাহ কম নেই ৷ যদিও দু'টি ভিন্ন ঘরানার দুই ছবির মধ্যে তুলনা চলে না ৷ তবে বক্স অফিসে আপাতত সম্মুখ সমরে শাহরুখ খান এবং প্রভাস ৷ দুই সুপারস্টারের লড়াই দেখতে রীতিমতো মুখিয়েছিলেন সকলেই ৷ এক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও বক্স অফিসে এগিয়ে রয়েছে 'সালার'-ই ৷
বিশ্বব্যাপী আয়ের নিরিখে এই ছবি ইতিমধ্যেই ঢুকে পড়েছে 500 কোটির ক্লাবে ৷ সপ্তম দিনের রেকর্ড বলছে শুধু ভারতে 'সালার' আয় করেছে 300 কোটি টাকা ৷ স্যাকনিল্কের দাবি অনুযায়ী ভারতে 13.50 কোটি টাকা আয় করেছে ছবিটি ৷ যার জেরে 'সালার'-এর বর্তমান আয় দাঁড়িয়েছে 308.90 কোটি টাকা ৷ প্রথম দিনে 90 কোটি টাকা দিয়ে বক্স অফিসে যাত্রা শুরু করেছিল প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারণ এবং শ্রুতি হাসানের এই অ্যাকশন এন্টারটেইনার ৷ সপ্তমদিনের পর দেশ-বিদেশ মিলিয়ে এখন 550 কোটি ছোঁয়ার দিকে এগিয়ে চলেছে এই ছবি ৷