হায়দরাবাদ, 22 অগস্ট: বক্স অফিসে যদিও একেবারেই ভালো ব্যবসা করতে পারছে না আর বাল্কির 'ঘুমর' ৷ কিন্তু সমালোচক থেকে ক্রিকেটার সকলেই এই ছবি প্রশংসায় পঞ্চমুখ ৷ হরভজন সিং, বীরেন্দ্র সেহওয়াগরা তো আগেই মুখ খুলেছেন এই ছবি নিয়ে ৷ এবার ঘুমরের প্রশংসায় 'মাস্টার ব্লাস্টার' সচিন তেন্ডুলকর ৷ সম্প্রতি ছবিটা দেখার পর একটি ভিডিয়ো টুইট করেন তিনি ৷ সেখানে তিনি জানান, ঠিক কী কী কারণে তাঁর ভালো লেগেছে এই ছবিটি ৷ এবার লিটল মাস্টারের সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করলেন পর্দার ঘুমর সায়ামি খেরও ৷
সায়ামি যে ভিডিয়োটি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে সচিনের সামনে ঘুমরের অ্যাকশানে বোলিং করেও দেখাচ্ছেন সায়ামি ৷ আর সেই বলের লাইন লেংথও একেবারে নিখুঁত ৷ আদতে ক্রিকেটার হিসাবে বারবার চ্যালেঞ্জের মুখে পড়তে হয় একজন খেলোয়াড়কে ৷ কিন্তু হেরে গেলেই তো খেলা শেষ ৷ সেই খেলাটাই শেষ হতে দেয় না ঘুমর ৷ শেখায় কীভাবে মাঠে টিকে থাকতে হয় ৷ অভিষেক বচ্চন-সায়ামি খেরদের এই ছবিকে 'অনুপ্রেরণামূলক' বলে উল্লেখ করেছিলেন সচিন ৷