পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Saiyami Kher: অক্ষরে অক্ষরে ফলে গেল বন্ধুদের কথা, ঘুমর দেখে সায়ামির স্বপ্ন সত্যি করলেন সচিন - পর্দার ঘুমর সায়ামি খের

অভিনয় যখন শুরু করেছিলেন খেলাকে দূরে সরিয়ে বন্ধুরা নাকি বলেছিল, 'যা ছবি কর একদিন সচিন দেখতে আসবে ৷' আজ সত্য়ি হল সেই স্বপ্ন ৷ লিখলেন পর্দার ঘুমর সায়ামি খের ৷

Pic Saiyami Kher Sachin Tendulkar Instagram
সচিনকে কাছে পেয়ে খুশিতে ডগমগ সচিন

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2023, 6:24 PM IST

হায়দরাবাদ, 22 অগস্ট: বক্স অফিসে যদিও একেবারেই ভালো ব্যবসা করতে পারছে না আর বাল্কির 'ঘুমর' ৷ কিন্তু সমালোচক থেকে ক্রিকেটার সকলেই এই ছবি প্রশংসায় পঞ্চমুখ ৷ হরভজন সিং, বীরেন্দ্র সেহওয়াগরা তো আগেই মুখ খুলেছেন এই ছবি নিয়ে ৷ এবার ঘুমরের প্রশংসায় 'মাস্টার ব্লাস্টার' সচিন তেন্ডুলকর ৷ সম্প্রতি ছবিটা দেখার পর একটি ভিডিয়ো টুইট করেন তিনি ৷ সেখানে তিনি জানান, ঠিক কী কী কারণে তাঁর ভালো লেগেছে এই ছবিটি ৷ এবার লিটল মাস্টারের সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করলেন পর্দার ঘুমর সায়ামি খেরও ৷

সায়ামি যে ভিডিয়োটি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে সচিনের সামনে ঘুমরের অ্যাকশানে বোলিং করেও দেখাচ্ছেন সায়ামি ৷ আর সেই বলের লাইন লেংথও একেবারে নিখুঁত ৷ আদতে ক্রিকেটার হিসাবে বারবার চ্যালেঞ্জের মুখে পড়তে হয় একজন খেলোয়াড়কে ৷ কিন্তু হেরে গেলেই তো খেলা শেষ ৷ সেই খেলাটাই শেষ হতে দেয় না ঘুমর ৷ শেখায় কীভাবে মাঠে টিকে থাকতে হয় ৷ অভিষেক বচ্চন-সায়ামি খেরদের এই ছবিকে 'অনুপ্রেরণামূলক' বলে উল্লেখ করেছিলেন সচিন ৷

অন্য়দিকে সায়ামিও একটি দীর্ঘ নোট লেখেন মাস্টার ব্লাস্টারের জন্য় ৷ তিনি লেখেন, "আপনি ছোটবেলায় নিশ্চয়ই এমন স্বপ্ন দেখেন যা কোনও দিন পূরণ হবে না ৷ আমার জন্য এমন একটি স্বপ্ন ছিল আমার হিরো সচিনের সঙ্গে দেখা করা ৷ আমার অনুপ্রেরণা, আমার শিক্ষক ৷ যাকে দেখে আমার এই খেলাটার প্রতি ভালোবাসা জেগে উঠেছে ৷ যার খেলা দেখার জন্য কলেজ কামাই করেছি ৷"

আরও পড়ুন:আবার গায়িকার বেশে মিমি, মুক্তি পেল নতুন রবীন্দ্রসঙ্গীতের টিজার

তিনি আরও লেখেন, "যখন আমি ছবির জগতে এলাম বন্ধুরা বলেছিল যা একদিন সচিন তোর ছবি দেখতে আসবে ৷ আর সেটাই লক্ষ্য হয়ে উঠেছিল ৷ এত ভালো কাজ করব একদিন মাস্টার আমার কাজ দেখতে আসবে ৷ আর এবার সেটা হল ক্রিকেটের ঈশ্বর আমার ছবি দেখতে এলেন যেখানে আমি ক্রিকেটারের ভূমিকায় ৷ ক্রিকেটের ভগবান আমায় বললেন কীভাবে তুমি ঘুমরের মতো বোলিং করে দেখাও ৷ আমি করলাম ৷ স্বপ্নও তাহলে সত্যি হয় ৷"

ABOUT THE AUTHOR

...view details