হায়দরাবাদ, 17 অক্টোবর: দক্ষিণী ছবিতে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্ত ৷ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে রবি তেজা অভিনীত 'টাইগার নাগেশ্বর রাও' ছবির ট্রেলার ৷ সেখানেও সিআই মৌলির চরিত্রে পর্দায় যীশুর ঝলক কাঁপিয়ে দিয়েছে ৷ এবার তিনি অন্ধকার দুনিয়ায় রাজ করতে প্রস্তুত ৷ প্রকাশ্যে এসেছে বহু প্রতীক্ষীত ভেঙ্কটেশ ডাগ্গুবাটি অভিনীত 'সৈন্ধব' ছবির টিজার ৷ প্রথমবার এই ছবির হাত ধরে দক্ষিণী দুনিয়ায় পা রাখলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ৷
শৈলেশ কোলানু পরিচালিত এই ছবি পুরোপুরি ফ্যামিলি ড্রামা ৷ যেখানে প্রথমবার অন্যরকম খলনায়কের চরিত্রে দক্ষিণী ছবিতে ধরা দিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী ৷ টিজারে দেখানো হয়, অভিনেতা নওয়াজের ভয়ঙ্কর রূপ ৷ যিনি অন্ধকার দুনিয়ায় নিজের কাজের স্বার্থে একের পর এক খুন করতে দ্বিধাবোধ করেন না ৷ শুধু তাই নয়, সে ছোট ছোট ছেলেদের তুলে এনে ট্রেনিং দেয় ও সমাজ-বিরোধী কাজ করায় ৷ টিজারে ধরা দেন যীশুও ৷ তিনিও নওয়াজের মতোই সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত ৷ এরপরেই পর্দায় ধরা দেন অভিনেতা ভেঙ্কটেশ ৷ যাঁকে সকলেই 'সাইকো' হিসাবে পরিচয় করায় ৷ প্রথম দিকে ভেঙ্কটেশকে দেখে শান্ত-ভদ্র মনে হলেও পরবর্তী সময়ে তাঁর হিংস্র রূপ ভেসে ওঠে পর্দায় ৷