পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Saindhav Trailer: ফের একবার অন্ধকার দুনিয়ায় যীশু, সঙ্গে নওয়াজউদ্দিন - সৈন্ধব টিজার

বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্তের পর এবার দক্ষিণী ছবিতে হাত পাকাতে চলেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ৷ প্রকাশ্যে 'সৈন্ধব' ছবির টিজার ৷ ভেঙ্কটেশ অভিনীত এই ছবি ঘিরে উত্তেজনা চরমে ৷

Etv Bharat
প্রকাশ্যে 'সৈন্ধব' ছবির টিজার

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 2:31 PM IST

হায়দরাবাদ, 17 অক্টোবর: দক্ষিণী ছবিতে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্ত ৷ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে রবি তেজা অভিনীত 'টাইগার নাগেশ্বর রাও' ছবির ট্রেলার ৷ সেখানেও সিআই মৌলির চরিত্রে পর্দায় যীশুর ঝলক কাঁপিয়ে দিয়েছে ৷ এবার তিনি অন্ধকার দুনিয়ায় রাজ করতে প্রস্তুত ৷ প্রকাশ্যে এসেছে বহু প্রতীক্ষীত ভেঙ্কটেশ ডাগ্গুবাটি অভিনীত 'সৈন্ধব' ছবির টিজার ৷ প্রথমবার এই ছবির হাত ধরে দক্ষিণী দুনিয়ায় পা রাখলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ৷

শৈলেশ কোলানু পরিচালিত এই ছবি পুরোপুরি ফ্যামিলি ড্রামা ৷ যেখানে প্রথমবার অন্যরকম খলনায়কের চরিত্রে দক্ষিণী ছবিতে ধরা দিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী ৷ টিজারে দেখানো হয়, অভিনেতা নওয়াজের ভয়ঙ্কর রূপ ৷ যিনি অন্ধকার দুনিয়ায় নিজের কাজের স্বার্থে একের পর এক খুন করতে দ্বিধাবোধ করেন না ৷ শুধু তাই নয়, সে ছোট ছোট ছেলেদের তুলে এনে ট্রেনিং দেয় ও সমাজ-বিরোধী কাজ করায় ৷ টিজারে ধরা দেন যীশুও ৷ তিনিও নওয়াজের মতোই সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত ৷ এরপরেই পর্দায় ধরা দেন অভিনেতা ভেঙ্কটেশ ৷ যাঁকে সকলেই 'সাইকো' হিসাবে পরিচয় করায় ৷ প্রথম দিকে ভেঙ্কটেশকে দেখে শান্ত-ভদ্র মনে হলেও পরবর্তী সময়ে তাঁর হিংস্র রূপ ভেসে ওঠে পর্দায় ৷

প্রত্যেকবার শৈলেশ কোলানু ক্রাইম থ্রিলার ছবি নিয়ে দর্শকদের মনোরঞ্জন বাড়িয়ে তোলেন ৷ এবারে সেই ডোজ আরও বাড়তে চলেছে ৷ ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন এস মাণিকান্দান ৷ সঙ্গীত পরিচালনার দায়িত্বে সন্তোষ নারায়ণন৷ সৈন্ধব প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও ৷ আগামী বছর 13 জানুয়ারি অর্থাৎ সংক্রান্তির দিনে মুক্তি পাবে এই ছবি ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে ভেঙ্কটেশের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে নওয়াদউদ্দিন সিদ্দিকী, আর্য, শ্রদ্ধা শ্রীনাথ, রুহানি শর্মা, যীশু সেনগুপ্ত, জয়প্রকাশ-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন: দেশ না পরিবার, কাকে বাঁচাবে টাইগার-জোয়া! নতুন মিশন নিয়ে হাজির 'টাইগার 3'

ABOUT THE AUTHOR

...view details