পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sudipto Sen New Film: সুদীপ্ত সেনের পরিচালনায় রূপোলি পর্দায় সাহারা কর্তা সুব্রত রায়ের গল্প

এবার আসতে চলেছে সাহারা ইন্ডিয়া পরিবারের মালিক সুব্রত রায়ের বায়োপিক ৷ ছবির পরিচালনায় 'দ্য কেরালা স্টোরি' পরিচালক সুদীপ্ত সেন ৷

Sudipto Sen New Film
সাহারা কর্তা সুব্রত রায়ের গল্প এবার বড় পর্দায়

By

Published : Jun 10, 2023, 3:17 PM IST

Updated : Jun 10, 2023, 3:40 PM IST

মুম্বই, 10 জুন: বলিউডে বর্তমানে বায়োপিক নিয়ে চলেছে একাধিক কাজ ৷ মহেন্দ্র সিং ধোনিদের, সাইনা নেহওয়ালদের মতো খেলার মাঠের তারকাদের বায়োপিক নিয়ে কাজ হয়েছে আগেই ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়েও কাজ শুরু হয়ে গিয়েছে ৷ তবে কেবল ক্রীড়াবিদ নয়, রাজনীতি-সহ অন্যান্য ক্ষেত্রের স্বনামধন্য কিংবা পরিচিতদের নিয়ে বায়োপিকও বিভিন্ন সময় জনপ্রিয় হয়েছে বি-টাউনে ৷ এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ব্যবসায়ী তথা সাহারা ইন্ডিয়া পরিবারের মালিক সুব্রত রায়ের কাহিনি আসছে বড় পর্দায় ৷ আর ছবিটি বানাচ্ছেন 'দ্য কেরালা স্টোরি' পরিচালক সুদীপ্ত সেন ৷ ছবির নাম 'সাাহারাশ্রী' ৷

সাহারা কর্তা সুব্রত রায়ের 75তম জন্মদিনে ঘোষণা করা হল এই বায়োপিকটির ৷ শনিবার ছবির অ্য়ানাউন্সমেন্ট ভিডিয়ো শেয়ার করেছেন পরিচালক সুব্রত রায় ৷ সেখানে পর্দায় সাহারা কর্তার ভূমিকায় কে অভিনয় করছেন তা নিয়ে কিছুই জানানো হয়নি ৷ এই নিয়ে কথা বলার জন্য় ইটিভি ভারত যোগাযোগ করেছিল পরিচালক সুদীপ্ত সেনের সঙ্গে ৷ যদিও ছবির গল্প নিয়ে মুখ খুলতে রাজি হননি তিনি ৷ সুব্রতর চরিত্রে কার কথা ভাবা হচ্ছে তা নিয়েও মুখ খুলতে চাননি তিনি ৷ তবে তিনি বলেন, "আলাদা করে কারও কথা আপাতত মাথায় নেই ৷ তবে অনেকের সঙ্গেই কথা চলছে ৷ খুব তাড়াতাড়ি বাকি খবর জানাতে পারব ৷"

তবে তাঁর নতুন ছবির অ্যানাউন্স ভিডিয়োর ক্যাপশনে এদিন সুদীপ্ত জানিয়ে দিয়েছেন সুব্রত রায়ের জীবনের নানান অজানা কাহিনি ফুটে উঠতে চলেছে এই কাহিনিতে ৷ তাঁর কাছেও এই যাত্রাটা অসম্ভব সুন্দর তা জানাতে ভোলেননি সুদীপ্ত ৷ কবে আসবে এই ছবি তাও এখনও অজানা ৷ তবে এটুকু জানা গিয়েছে ভারতের বিভিন্ন জায়গায় হতে চলেছে এই ছবির শ্যুটিং ৷

আরও পড়ুন:হঠাৎ কেন মায়ানগরীতে স্বস্তিকা? সামনে এল জরব খবর

'সাহারাশ্রী' ছবির বায়োপিক প্রযোজনা করবে লিজেন্ড স্টুডিয়ো এবং ডঃ জয়ন্তীলাল গড়ার পেন স্টুডিয়ো । প্রযোজনার দায়িত্বে রয়েছেন সন্দীপ সিং এবং শ্যাম খান ৷ আর এই বায়োপিকের গল্প লিখেছেন ঋষি বর্মানি । ছবির সঙ্গীতের দায়িত্ব সামলাবেন এআর রহমান এবং গানের কথা লিখবেন প্রবীণ গীতিকার গুলজার । হিন্দি, তামিল, তেলেগু, বাংলা, কন্নড় এবং মালায়ালাম মোট 6টি ভাষায় তৈরি হতে চলেছে এই ছবি ৷

Last Updated : Jun 10, 2023, 3:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details