হায়দরাবাদ, 22 ডিসেম্বর: বিনোদন ইন্ডাষ্ট্রিতে 2023 বছরটা বেশ ভালোই কেটেছে জনপ্রিয় তারকাদের ৷ বক্সঅফিস কালেকশন থেকে মনের মানুষের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার মতো সুন্দর ঘটনার সাক্ষী থেকেছে দেশবাসী ৷ ঘটনাবহুল সিনে দুনিয়ায় এই বছরটা তারকা সন্তানদের জন্যও ছিল বেশ গুরুত্বপূর্ণ ৷ শাহরুখ-গৌরি কন্যা সুহানা খান থেকে শুরু করে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা, শ্রীদেবী-বনি কন্যা খুশি কাপুর সকলেই সিনেপর্দায় জার্নি শুরু করেছেন ৷ বছর শেষে একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন তারকা সন্তান পা রাখলেন সিলভার স্ক্রিনে৷
সুহানা খান- জোয়া আখতারের 'দ্য আর্চিস' শুরু থেকেই ছিল চর্চায় ৷ নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই ছবিতে জোয়া পরিচয় করিয়েছেন এক ঝাঁক তারকা সন্তানের অভিনয় সত্ত্বার সঙ্গে ৷ তারমধ্য়ে অবশ্যই বলতে হয় শাহরুখ-গৌরির কন্যা সুহানা খানের নাম ৷ ভেরোনিকার চরিত্রে সুহানার অভিনয় মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শক ও নেটিজেনদের ৷
খুশি কাপুর- খুশি কাপুরকে দর্শক পেয়েছে বেটি কুপারের চরিত্রে ৷ 'দ্য আর্চিস' ছবি অভিনেত্রী হিসাবে পরিচিতি দিয়েছে শ্রীদেবী-বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরকে ৷ 'ধড়ক' ছবি দিয়ে বড় পর্দায় পা রেখেছিলেন খুশির দিদি জাহ্নবী কাপুর ৷ সেই ছবি বক্সঅফিসে ভালো ব্যবসা করে ৷ তবে খুশি ওটিটি প্ল্যাটফর্ম দিয়ে শুরু করলে্ন সিনেপর্দার জার্নি ৷
অগস্ত্যা নন্দা- জোয়া আখতারেতর মিউজিক্যাল কমেডি দ্য আর্চিস পরিচয় করিয়েছে আরও এক স্টারকিডের সঙ্গে ৷ তিনি হলেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা ৷ শ্বেতা বচ্চন ফিল্মি দুনিয়া থেকে দূরে থাকলেও দাদু অমিতাভ বচ্চনের দেখানো পথেই পা বাড়ান অগস্ত্যা ৷ 'দ্য আর্চিস' ছবিতে অগস্ত্যার অভিনয় প্রশংসিত হয় সিনে দরবারে ৷
আলিজেহ অগ্নিহোত্রী- 2023 সালে তারকা সন্তানদের তালিকায় উঠে আসে আরও এক নাম, যিনি বলিউডে ডেবিউ করেন এবং প্রশংসিতও হন ৷ তিনি সলমন খানের ভাইঝি আলিজেহ অগ্নিহোত্রী ৷ 24 নভেম্বর মুক্তি পায় সৌমেন্দ্র পাধি পরিচালিত ফাররে ৷ সুন্দরী অভিনেত্রীর তালিকায় ঢুকে পড়েন এই অভিনেত্রী ৷
রাজবীর দেওল- 2023 বছরটা দেওল পরিবারের কাছে দুর্দান্ত একটা বছর ৷ ধর্মেন্দ্র অভিনীত রকি অউর রানি কি প্রেম কাহানি আসে চর্চায় ৷ সানি দেওলের 'গদর 2' বক্সঅফিসে আলোড়ন ফেলে ৷ ববি দেওল অভিনীত অ্যানিম্যাল দুদার্ন্ত সাফল্য পায় ৷ প্রশংসিত হয় ববির অভিনয়ও ৷ আর এই বছরেই বড় পর্দায় আর্বিভাব হয় সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওলের ৷ সুরেশ বারজাতিয়ার ছেলে অবিনাশ বরজাতিয়া পরিচালিত 'দোনো' ছবির হাত ধরে বিটাউনে পা রাখেন রাজবীর দেওল ৷