পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sachin Tendulkar wishes Asha Bhosle: আশাজির জন্মদিনে গানে গানে শুভেচ্ছা মাস্টার ব্লাস্টারের - আশা ভোঁসলে

সুরেরকণ্ঠী আশা ভোঁসলের জন্মদিনে অন্যরকম শুভেচ্ছা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকরের ৷ সামাজিক মাধ্যমে আশাজির গানে গানে শুভেচ্ছা জানালেন মাস্টার ব্লাস্টার ৷

Sachin Tendulkar wishes Asha Bhosle
আশা ভোঁসলে জন্মদিনে শুভেচ্ছা সচিনের

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 9:05 PM IST

Updated : Sep 8, 2023, 11:07 PM IST

হায়দরাবাদ, 8 সেপ্টেম্বর: কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে 90তম জন্মদিনে আবেগঘন বার্তা মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের ৷ সঙ্গীত জগতে একের পর এক সেরা গান উপহার দিয়েছেন আশা ভোঁসলে ৷ নানা ভাষায় গানের মাধ্যমে তিনি সঙ্গীতের দুনিয়ায় দীর্ঘ কয়েক দশক ধরে রাজ করে চলেছেন ৷ এদিন ফেলে আসা সেই সব দিনকে নতুন করে মনে করলেন ভারতীয় ক্রিকেটের লেজেন্ড ৷

সামাজিক মাধ্যমে এক্স (টুইটার)-এ তিনি লেখেন, "প্রিয় আশা তাই, এতদিন ধরে আপনার স্বর 'চুরা লিয়া হ্যায়' সকলের মন ৷ কিন্তু আপনার সুরেলা স্বরের কাছে 'দিল চিজ ক্যায়া হ্যায়' ৷ শোনা যায় আপনার গানে নাকি, 'গুন গুনা রহে হ্যায় ভ্রমরে' ৷ আপনার সঙ্গীত জীবনে আসা এবং সেই সঙ্গীত আমাদের জীবনে আসা আসলে সত্যি করে 'সোনা রে' ৷ শুভ 90তম জন্মদিন তাই ৷"

1933 সালের 8 সেপ্টেম্বর জন্ম আশাজির ৷ আট দশক ধরে তিনি শ্রোতাদের সুরেলা কণ্ঠের জাদুতে মুগ্ধ করে চলেছেন ৷ একাধিক ছবিতে তিনি গান গেয়েছেন ৷ একাধিক সম্মানে সম্মানিতও হয়েছেন ৷ 2008 সালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন ৷ সম্মানিত হয়েছেন পদ্মবিভূষণ সম্মানেও ৷ সঙ্গীত জগতে সবচেয়ে বেশি গান রেকর্ড করার জন্য 2011 সালে আশা ভোঁসলের নাম গিয়েছে গিনিস বুক অপ ওয়ার্ল্ড রেকর্ডেও ৷

আশাজির কণ্ঠে সেরা গানের তালিকায় উঠে আসে ‘দম মারো দম’, ‘তুরা লিয়া হ্যায়’, ‘দিল চিজ ক্যায়া হ্যায়’, ‘ও মেরে সোনা রে’, ‘আভি না জাও ছোড়কর’, ‘পিয়া তু আব তো আজা’র মতো আইকনিক গান ৷

আরও পড়ুন:‘সুরের রানি’ 90 নট আউট, কিংবদন্তির স্মৃতিচারণায় মধুরা-পৌষালি

শুধু তাই নয়, আন্তর্জাতিক মঞ্চেও আশা ভোঁসলের ম্যাজিক অব্যাহত ৷ 1997 সালে 64 বছর বয়সে কোড রেড আন্তর্জাতিক ব্যান্ডের শিল্পীর সঙ্গেও গান করেন তিনি ৷ বুলেটপ্রুফ মঙ্ক ইংলিশ ছবিতেও তিনি গেয়েছেন ‘দ্য ওয়ে ইউ ড্রিম’ ৷

Last Updated : Sep 8, 2023, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details