হায়দরাবাদ, 8 সেপ্টেম্বর: কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে 90তম জন্মদিনে আবেগঘন বার্তা মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের ৷ সঙ্গীত জগতে একের পর এক সেরা গান উপহার দিয়েছেন আশা ভোঁসলে ৷ নানা ভাষায় গানের মাধ্যমে তিনি সঙ্গীতের দুনিয়ায় দীর্ঘ কয়েক দশক ধরে রাজ করে চলেছেন ৷ এদিন ফেলে আসা সেই সব দিনকে নতুন করে মনে করলেন ভারতীয় ক্রিকেটের লেজেন্ড ৷
সামাজিক মাধ্যমে এক্স (টুইটার)-এ তিনি লেখেন, "প্রিয় আশা তাই, এতদিন ধরে আপনার স্বর 'চুরা লিয়া হ্যায়' সকলের মন ৷ কিন্তু আপনার সুরেলা স্বরের কাছে 'দিল চিজ ক্যায়া হ্যায়' ৷ শোনা যায় আপনার গানে নাকি, 'গুন গুনা রহে হ্যায় ভ্রমরে' ৷ আপনার সঙ্গীত জীবনে আসা এবং সেই সঙ্গীত আমাদের জীবনে আসা আসলে সত্যি করে 'সোনা রে' ৷ শুভ 90তম জন্মদিন তাই ৷"
1933 সালের 8 সেপ্টেম্বর জন্ম আশাজির ৷ আট দশক ধরে তিনি শ্রোতাদের সুরেলা কণ্ঠের জাদুতে মুগ্ধ করে চলেছেন ৷ একাধিক ছবিতে তিনি গান গেয়েছেন ৷ একাধিক সম্মানে সম্মানিতও হয়েছেন ৷ 2008 সালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন ৷ সম্মানিত হয়েছেন পদ্মবিভূষণ সম্মানেও ৷ সঙ্গীত জগতে সবচেয়ে বেশি গান রেকর্ড করার জন্য 2011 সালে আশা ভোঁসলের নাম গিয়েছে গিনিস বুক অপ ওয়ার্ল্ড রেকর্ডেও ৷