মুম্বই, 3 ডিসেম্বর: বক্স অফিসে সংখ্যা যেমনই হোক না কেন, ভালো ছবির প্রশংসা ঘোরে সকলের মুখে মুখে ৷ ঠিক যেমন ছবি দেখে অভূতপূর্ব অভিজ্ঞতার কথা জানালেন কিংবদন্তি ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকর ৷ শনিবার রাতে ভিকি কৌশল অভিনীত 'শ্যাম বাহাদুর' ছবির বিশেষ স্ক্রিনিংয়ে সস্ত্রীক হাজির ছিলেন সচিন ৷ অভিনেতার সঙ্গে ছবিও তোলেন তিনি ৷ যা ভাইরাল নেটদুনিয়ায় ৷
সচিন ছবি দেখার পর প্রশংসা করে বলেন, "শ্যাম বাহাদুর সত্যিই দুর্দান্ত ছবি ৷ আমি ভিকির অভিনয় দেখে অভিভূত ৷ ছবির পর্দায় ভিকিকে ফিল্ড মার্শাল শ্যাম মানেকশের চরিত্রে দারুণ মানিয়েছে ৷ যেন মনে হয়েছে আমি সত্যিকারের শ্যাম মানেকশকে সামনে থেকে দেখছি ৷ বডি ল্যাঙ্গুয়েজ দেখার মতো ৷ আমাদের ইতিহাস জানার জন্য এই ধরনের ছবি প্রত্যেক জেনেরশনের দেখা উচিত ৷"
অভিনেতা ভিকি কৌশলও ক্রিকেটঈশ্বরের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ৷ তিনি লিখেছেন, "আমার ছোটবেলার হিরো আমার ছবি দেখলেন আজকে ৷ আই এম ওকে ৷ ধন্যবাদ স্যর, ছবির প্রশংসা করার জন্য ৷ আমি সারাজীবন এই ক্ষণ মনে রাখব ৷" সচিনের পাশাপাশি ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার জাহির খান, অজিত আগরকরও বিশেষ এই স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন ৷
পয়লা ডিসেম্বর মুক্তি পেয়েছে মেঘনা গুলজার পরিচালিত 'শ্যাম বাহাদুর' ৷ বক্স অফিসে একই দিনে মুক্তি পায় সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিম্যাল' ৷ রণবীরের ছবির আয় একদিনে 60 কোটির বেশি আয় করে ফেলেছে ৷ অন্যদিকে, ধীরে ধীরে হলেও দর্শক শ্যাম বাহাদুর দেখছেন ৷ ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোশাল মিডিয়ায় জানিয়েছেন, "প্রথম দিনে শ্যাম বাহাদুর ছবি দেখতে দর্শক বেশি ভিড় জমাচ্ছে সন্ধ্যেবেলা ৷ উইকএন্ডে এই ছবি ভালো ব্যবসা করবে ৷" 1971 সালে ইন্দো-পাকিস্তান যুদ্ধের চিফ অফ আর্মি স্টাফ শ্যাম মানেকশর জীবন পরিচালক মেঘনা তুলে ধরেন রূপোলি পর্দায় ৷ ভিকি কৌশল ছাড়াও সানায়া মালহোত্রা ও ফাতিমা সানা শেখকে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে ৷