কলকাতা, 29 অগস্ট: রূপঙ্কর শুধু যে নিজে গানই গান তা কিন্তু নয় তিনি নাটক করেন, সুর সৃষ্টি করেন একইসঙ্গে আবার গান শেখানও । নিজের হাতেই তিনি গড়ে তুলেছেন 'রূপঙ্কর মিউজিক আকাদেমি'(Rupankar Bagchi New Program )। লকডাউনের আগে 'রূপঙ্কর মিউজিক আকাডেমি'র শেষ বার্ষিক অনুষ্ঠানও হয়ে গিয়েছে । এরপর করোনার দাপটে মানুষের স্বাভাবিক জীবনে হঠাৎ ছন্দপতন । শুরু হয় অনলাইন জীবন । এই সময়ে অনলাইনেই ছাত্রছাত্রীদের গান শেখানো শুরু করেন রূপঙ্কর । উল্লেখ্য, আকাডেমির প্রথম বার্ষিক অনুষ্ঠান হয়েছিল বর্ধমানে ।
রূপঙ্করের আকাডেমির শাখা রয়েছে কেষ্টপুর, যাদবপুর এবং নৈহাটিতে । এ ছাড়াও অনলাইনে তিনি পর্যাপ্ত সময় দিয়ে গান শেখান ছাত্রছাত্রীদের । আগামী 2 সেপ্টেম্বর গিরীশ মঞ্চে 'রূপঙ্কর মিউজিক আকাদেমি'র বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে (Rupankar Tribute to Salil Chowdhury )। কিংবদন্তি সুরকার সলিল চৌধুরীকে এদিন গানে গানে শ্রদ্ধা জানাবেন রূপঙ্কর এবং তাঁর ছাত্রছাত্রীরা (Rupankar Music Academy on Salil Chowdhury)। 5 সেপ্টেম্বর প্রবাদ প্রতীম শিল্পী সলিল চৌধুরীকে হারিয়েছিল বাংলা ৷ আবার এই 5 সেপ্টেম্বরই পরিচিত শিক্ষক দিবস হিসাবেও । বলতে দ্বিধা নেই বহু তাবড় তাবড় শিল্পীর কাছে সলিল চৌধুরী ছিলেন শিক্ষকসম । তাঁকে অনুসরণ করে গানের কেরিয়ার মসৃণ করার চেষ্টা করেছেন অনেক শিল্পীই । তাই সেই শিক্ষক দিবস এবং সলিল চৌধুরীর প্রয়াণ দিবসের কথা মাথায় রেখেই এই আয়োজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী রূপঙ্করের ।
উল্লেখ্য, লকডাউনের কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল মঞ্চ অনুষ্ঠান । 'রূপঙ্কর মিউজিক আকাদেমি'ও নিজেদের গানের ডালি তুলে ধরতে পারেনি দর্শকের কাছে (Rupankar Program on Girish Mancha)। সব কিছু স্বাভাবিক হওয়ার পর অবশ্য কিছুদিন আগেই রূপঙ্কর মঞ্চে ফেরেন তাঁর নাট্যদল 'কৃষ্টি পটুয়া'র নতুন প্রযোজনা 'চাঁদমারি' নিয়ে । এবার অনেকদিন পর ফের স্বমহিমায় রূপঙ্করের ছাত্রছাত্রীরা । জোরকদমে চলছে গানের অনুশীলন । এই অনুষ্ঠানে বাইরের শহর থেকেও গান গাইতে আসছেন অনেকে । অনুষ্ঠানে সম্মান জানানো হবে বিশিষ্ট সঙ্গীত আয়োজক অমিত বন্দোপাধ্যায়কে ।