পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Threat Call To Rupankar: কেকে'র মৃত্যুর পর থেকেই হুমকি ফোন, পুলিশের দ্বারস্থ রূপঙ্কর - rupankar bagchi is receiving threat calls after kks demise

সংগীতশিল্পী কেকে'র অকাল মৃত্যুর পর শিল্পী রূপঙ্কর বাগচীর বাড়িতে অনবরত আসছে হুমকি ফোন ৷ এবার পুলিশের দ্বারস্থ হলেন গায়ক এবং তাঁর পরিবার (Rupankar Bagchi Heads To Police After Receiving Threat Calls) ৷

Threat Call To Rupankar
পর পর হুমকি ফোন, পুলিশের দ্বারস্থ রূপঙ্করের পরিবার

By

Published : Jun 1, 2022, 7:47 PM IST

কলকাতা, 1 জুন : সংগীতশিল্পী কেকে'র অকাল মৃত্যুর পর শিল্পী রূপঙ্কর বাগচীর দিকে উঠতে শুরু করেছে প্রশ্ন ৷ এমনকী অনবরত আসছে হুমকি ফোনও । এই অস্বস্তিকর ঘটনার মুক্তি পেতে অবশেষে পুলিশের দ্বারস্থ হল গায়কের পরিবার (Rupankar Bagchi Heads To Police After Receiving Threat Calls)। এদিন রূপঙ্করের পাইক পাড়ার বাড়িতে গিয়ে গায়ক এবং তাঁর পরিবার সদস্যদের সঙ্গে কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের বেশ কয়েকজন পুলিশকর্মী । নিরাপত্তার যাবতীয় বন্দোবস্তও করা হয়।

পাশাপাশি গোটা ঘটনাটি জানানো হয়েছে কলকাতা পুলিশের সাইবার সেলেও । যে সমস্ত নম্বর থেকে সংগীতশিল্পী রূপঙ্কর বাগচীকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে তা ইতিমধ্যেই চিহ্নিতকরণের জন্য ব্যবস্থা নিচ্ছে লালবাজার ৷ গতকাল লাইভ পারফরম্যান্সের পর নজরুল মঞ্চে থেকে ওবেরয় গ্র্যান্ড হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী কেকে । এরপর তিনি হোটেলের মেঝেতে পড়ে যান । তাঁর নাক এবং কপালে গভীর ক্ষতের চিহ্নও মিলেছে । পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঠিকই কিন্তু শেষরক্ষা হয়নি ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।

আরও পড়ুন : কে কে থেকে লতা...যাঁরা রবে নীরবে...অগণিত হৃদয়ে

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রূপঙ্করের একটি ভিডিয়ো ভাইরাল হয় । সেখানে তিনি বলেছিলেন, "কলকাতার শিল্পীরা কেকে'র থেকে অনেক ভাল গান করেন । তবু বাংলার মানুষ তাঁদের পাত্তা দেয় না । তাঁরা সেই মুম্বই নিয়েই মেতে থাকে । কিন্তু আর কতদিন ? এবার তো বাংলার পাশে থাকতে হবে । কে এই কেকে ? হু ইজ হি ? তিনি কলকাতায় গান গাইতে এলে মাতোয়ারা হন । কই আমাদের বেলায় তো হন না ।"

সংশ্লিষ্ট ভিডিয়োটি সামনে আসার পর থেকেই নানারকম আলোচনা তর্ক বিতর্ক শুরু হয় ৷ আর তারপর কেকে'র মৃত্যুর খবর আসতেই ক্ষোভে ফেটে পড়ে নেটপাড়া ৷ আর তারই জেরে এই হুমকি ফোন ৷ যদিও ইতিমধ্যেই রূপঙ্কর জানিয়েছেন, কেকে'কে ছোট করা তাঁর উদ্দেশ্য ছিল না ৷ তাঁর কথার অপব্যাখ্যা হয়েছে ৷ তবে তাতে নেটিজেন ক্ষোভ কমছে না ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details