কলকাতা, 1 জুন : সংগীতশিল্পী কেকে'র অকাল মৃত্যুর পর শিল্পী রূপঙ্কর বাগচীর দিকে উঠতে শুরু করেছে প্রশ্ন ৷ এমনকী অনবরত আসছে হুমকি ফোনও । এই অস্বস্তিকর ঘটনার মুক্তি পেতে অবশেষে পুলিশের দ্বারস্থ হল গায়কের পরিবার (Rupankar Bagchi Heads To Police After Receiving Threat Calls)। এদিন রূপঙ্করের পাইক পাড়ার বাড়িতে গিয়ে গায়ক এবং তাঁর পরিবার সদস্যদের সঙ্গে কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের বেশ কয়েকজন পুলিশকর্মী । নিরাপত্তার যাবতীয় বন্দোবস্তও করা হয়।
পাশাপাশি গোটা ঘটনাটি জানানো হয়েছে কলকাতা পুলিশের সাইবার সেলেও । যে সমস্ত নম্বর থেকে সংগীতশিল্পী রূপঙ্কর বাগচীকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে তা ইতিমধ্যেই চিহ্নিতকরণের জন্য ব্যবস্থা নিচ্ছে লালবাজার ৷ গতকাল লাইভ পারফরম্যান্সের পর নজরুল মঞ্চে থেকে ওবেরয় গ্র্যান্ড হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী কেকে । এরপর তিনি হোটেলের মেঝেতে পড়ে যান । তাঁর নাক এবং কপালে গভীর ক্ষতের চিহ্নও মিলেছে । পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঠিকই কিন্তু শেষরক্ষা হয়নি ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।