কলকাতা, 19 ফেব্রুয়ারি: তাঁর কনসার্ট (Arijit Singh Concert) নিয়ে অনেক জলঘোলা হয়েছে ৷ চলেছে রাজনৈতিক চাপানউতোর ৷ খবরের শিরোনাম ৷ তবে সে সব কিছুকে এক লহমায় ভুলিয়ে দিলেন তিনি স্বয়ং ৷ অরিজিৎ সিং ৷ বাইপাস সংলগ্ন অ্যকোয়াটিকায় শনিবার রাতের জমজমাট কনসার্ট শেষে থমকে যেতে চেয়েছিল সময় ৷ সাধারণ থেকে তারকা - সবাই এখনও বুঁদ হয়ে রয়েছে অরিজিতের গানে ৷
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলার এই গায়কই রবিবাসরীয় ছুটির দিনের আমেজে রাজত্ব করলেন সোশ্যাল মিডিয়ায় ৷ নিজেদের গান অরিজিতের কণ্ঠে শুনে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ধরা পড়ল বাংলার আরও দুই শিল্পী রূপম ইসলাম (Rupam Islam in Arijit Singh Concert) ও শ্রীজাতর কলমে ৷
অরিজিৎ-রূপম যুগলবন্দি: মঞ্চে অরিজিৎ সিং ৷ গাইছেন তাঁর খুব পছন্দের গান 'এই একলা ঘর আমার দেশ...'৷ জনপ্রিয় এই গানের জনক তখন দর্শক আসনে ৷ নিজের গান প্রখ্যাত গায়কের কণ্ঠে শুনে কি আর আসনে বসে থাকা যায় ? সেই গানে গলা না মিলিয়ে চুপ করে বসে থাকা যায় ? না, তা হয়ওনি ৷ অরিজিতের সঙ্গেই গেয়ে উঠলেন রূপম ইসলাম ৷ ফ্ল্যাশলাইট তখন তাঁর দিকে ৷ হাতে তুলে দেওয়া হয়েছে মাইক ৷ এক আশ্চর্য দৃশ্যের সাক্ষী মহানগরী ৷
অরিজিৎকে ধন্যবাদ রূপমের: সেই মুহূর্তকে তাড়িয়ে উপভোগ করেছেন তা স্পষ্ট রূপমের চেহারায় ৷ সোশ্যাল মিডিয়াতেও তিনি সেই উচ্ছ্বাস প্রকাশ করলেন ৷ সঙ্গে দিলেন অরিজিতের কণ্ঠে তাঁর গানের সেই দৃশ্যের ভিডিয়ো ৷ অরিজিৎকে ধন্যবাদ জানিয়ে রূপম বলেছেন, "ধন্যবাদ অরিজিৎ ৷ অনেক ভালোবাসা ৷ এই প্রথম আমাদের সামনা সামনি দ্যাখা হল । তাও আবার গানে গানে । এর চেয়ে ভালো আর কী হোত ! সম্পূর্ণ অনুষ্ঠান দারুণ আনন্দ করেছি । বিশেষ করে তোমার গলায় ‘ভূত আর তিলোত্তমা’— শেষ পাতে ছিল উপরি পাওনা । আবার হবে । ❤️"
আবেগপ্রবণ অরিত্র: বাংলার আর এক গায়ক অরিত্র বন্দ্যোপাধ্যায়ও এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন ৷ তিনি ফেসবুকে লিখেছেন, "দুই বাঙালি আজ দেখিয়ে দিল, বাংলা ভাষা আর বাংলা গানের জোর !!! গোটা প্রজন্মকে শিখিয়ে দিয়ে গেল কেন তাঁরা সম্রাট ! আমি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছি যে কেঁদে ফেলেছি, আমি জানি আমার মতন হাজারো অনুগামী এই মুহূর্ত অনুভব করেছেন, একদম ঠিক বলেছেন শ্রীজাতদা, যে অরিজিৎকে দেখা যায় কিন্তু , ওকে ছোঁয়া যায় না !!!"
আরও পড়ুন:'অরিজিৎ বাংলার গর্ব', অনুষ্ঠান বাতিল নিয়ে 'বিজেপির রাজনীতি'র পালটা দিলেন কুণাল
অরিজিৎকে নিয়ে শ্রীজাতর পোস্ট: প্রখ্যাত গীতিকার শ্রীজাতর (Srijato Praises Arijit Singh) মানবজমিনের 'মন রে কৃষিকাজ জানো না' গানটিও এ দিন গেয়েছেন অরিজিৎ ৷ সেটাই তাঁর গাওয়া প্রথম রামপ্রসাদী গান ৷ সেই গানের ভিডিয়ো পোস্ট করে শ্রীজাত শেয়ার করেছেন এই গায়ক সম্পর্কে আরও এক অজানা কথা, যা বুঝিয়ে দেয় তাঁর সাফল্যের চাবিকাঠি কী ৷
শ্রীজাত সেই গানের ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, "এখন যখন জনসমক্ষে বলেই ফেলেছে কথাটা, তখন আর আমার বলতে দোষ নেই । সারারাত ধরে স্টুডিয়োতে গেয়েছিল গানটা, ভোরবেলা পাঠিয়েছিল । সে-গান কেমন হয়েছে, এখন গোটা ভারতবর্ষ জানে । কিন্তু কথা সেটা নয় । কথা হলো, তারপর একটা মেসেজ এসেছিল আমার ফোনে । 'শ্রীজাতদা, গানটা গাইতে গাইতে মনে হচ্ছিল নিজেকে গালি দিচ্ছি । কিছুই তো করা হল না জীবনে'। আমি জানি, এ-কথার সত্যতা একশো ভাগ, কোথাও কোনও মেকি বিনয় নেই । উত্তরে তাই বলেছিলাম, 'আমরা কেউই কিছু করে উঠতে পারিনি, তুমি কেবল এই অতৃপ্তিটুকু জিইয়ে রেখো, তাহলেই হবে'। সামান্য খ্যাতির কাদায় যখন চারপাশের বহু মানুষের পা পিছলে যাচ্ছে, তখন চূড়ায় বসে থাকা একজন শিল্পীর এমন অতৃপ্তি হয়তো বিস্ময় আনে । পরক্ষণেই মনে হয়, ব্যাপারটা আদতে উল্টোই । এমন অতৃপ্তি অন্তরে বয়ে বেড়ায় বলেই আজ সে চূড়ায় । এবং সেখানেই থাকবে । কাল যখন অনেক রাতে ওর কনসার্টের নানা ভিডিয়োয় ঝলমল করে উঠছে সোশ্যাল মিডিয়া, তখন আমার ফোনে একটা মেসেজ ফুটে উঠল, 'আজ শ্যামাসঙ্গীতটা গেয়েছি স্টেজে'। পাশে নির্ভার একটা স্মাইলি । আমি জানি, এই হাসিটাও মিথ্যে নয়...৷"