কলকাতা, 23 ফেব্রুয়ারি:অরিজিৎ সিংহ এবং রূপম ইসলামের সম্পর্কের কথা কারও অজানা নয় ৷ দু'জনেই দু'জনের প্রশংসায় পঞ্চমুখ ৷ একাধিক মঞ্চে রূপম যেমন অরিজিৎ সিংহকে প্রশংসায় ভরিয়েছেন তেমন অরিজিৎও তাঁর নিজের শোয়ে রূপমের গান গেয়েছেন ৷ এমনও হয়েছে 'ফসিলস'-এর শোয়ে দর্শকের মাঝে মিশে গানের ছন্দে মেতে উঠেছেন অরিজিৎ ৷ তাই বহুদিন ধরেই তাঁদের অনুরাগীরা চাইছিলেন এই দু'জনকে একসঙ্গে কাজ করুন । এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। বুধবার সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করে তাঁদের নতুন কাজের ঘোষণা করলেন এই দুই কিংবদন্তি (Rupam And Arijit New Project to come soon)৷
এদিন সামাজিক মাধ্যমে রূপম জানান, বহুদিন ধরেই তাঁদের অনুরাগীরা চাইছিলেন তাঁরা একসঙ্গে কাজ করুন ৷ এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে ৷ তবে কবে এবং কোন কাজে দুই গায়ক একসঙ্গে হাজির হবেন তা অবশ্য় এখনও জানাননি তাঁরা ৷ রূপম জানান, বাকিটা ক্রমশ প্রকাশ্য় ৷ কয়েকদিন আগেই অরিজিৎ সিংহের শোয়ে দর্শকাসনে হাজির ছিলেন রূপম ইসলাম ৷