কলকাতা, 5 সেপ্টেম্বর: বাংলা থিয়েটারের কিংবদন্তি নটী বিনোদিনীর কাহিনি এবার বড় পর্দায়। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার-এর নিবেদনে এই ছবি বানাচ্ছেন রামকমল মুখোপাধ্যায় (Rukmini New Film Binodini)। প্রযোজনায় শৈলেন্দ্র কে কুমার, সুরজ শর্মা এবং প্রতীক চক্রবর্তী । শিক্ষক দিবসের শুভ দিনে, পরিচালক রাম কমল মুখোপাধ্যায় তাঁর আসন্ন বায়োপিক 'বিনোদিনী'-র লুক সামনে নিয়ে এলেন । সেলুলয়েডে বহুল চর্চিত ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র ।
ইতিমধ্যেই হাজির হয়েছে টিজার । নটী বিনোদিনীকে দেখা যাচ্ছে শ্রী চৈতন্যের রূপে(Rukmini Maitra New Film Binodini) । পোস্টার ডিজাইন করেছেন একতা ভট্টাচার্য । সঙ্গীত পরিচালনায় নীলায়ন চট্টোপাধ্যায় । উল্লেখ্য, দেবের 'কিশমিশ' থেকে শুরু করে 'কাছের মানুষ' সবেতেই নীলায়ন থুড়ি নীলের সুর । এই ছবির গল্প, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন প্রিয়াঙ্কা পোদ্দার ।
রামকমল বলেন, "আমি বাঙালি দর্শকের জন্য বিনোদিনী দাসীর চমকপ্রদ গল্প বলতে চেয়েছিলাম । এই ধরনের একটি মিউজিক্যাল ফিল্ম নিয়ে আসার জন্য আমি যে বাজেট আশা করছিলাম তা পেতে আমাকে প্রায় দু'বছর লড়াই করতে হয়েছে । আমি আনন্দিত যে রুক্মিণী আমার বিনোদিনী হবেন। রুক্মিণী মৈত্র বলেন, "গত দুই বছর ধরে এই ছবিতে কাজ করার জন্য নিজেকে তৈরি করেছি আমি (Rukmini New Film is Coming Soon) । ভারতের শাস্ত্রীয় নৃত্য অনুশীলন থেকে শুরু করে সেই যুগে মহিলাদের সামাজিক অবস্থান নিয়ে লেখা বিভিন্ন বই পড়েছি । 2019 সালে উনি ছবির কথা ঘোষণা করেন । আমি কিছুই বলিনি ওঁকে । ভরসা রেখেছিলাম, উনি এই চরিত্রের জন্য আমার প্রতি সদয় হবেন । অতিমারীর জন্য কাজটা পিছিয়ে গেল । তবে, হচ্ছে ফাইনালি । এতেই খুশি আমি । তার উপরে নিজে যখন এরকম একটা চরিত্র করছি তখন আনন্দ তো বেশি হবেই ।"