পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rukmini Maitra New Look: বিনোদিনী-সত্যবতীর জার্নি পেরিয়ে এবার সৃজিতের ছবিতে, নয়া লুকে খুশিতে ডগমগ রুক্মিণী - Rukmini Maitra New Look

নতুন লুকের ছবি পোস্ট করলেন পর্দার সত্য়বতী রুক্মিণী মৈত্র ৷ তাঁর ঝলমলে লুকে মাতোয়ারা নেটপাড়া ৷

Rukmini Maitra New Look
এবার সৃজিতের ছবিতে রুক্মিণী

By

Published : Jul 7, 2023, 4:32 PM IST

কলকাতা, 7 জুলাই:নতুন বছরটা দারুণ যাচ্ছে রুক্মিণী মৈত্রর জন্য় ৷ শুরু থেকেই একের পর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি ৷ আর প্রতিটি পদক্ষেপই বেশ সাহসী ৷ আগামিদিনে একদিকে যেমন তাঁকে দেখা যাবে রামকমল মুখোপাধ্য়ায়ের ছবি বিনোদিনী দাসি আবার অন্য়দিকে তিনি হতে চলেছেন ব্যোমকেশ-জায়া সত্য়বতী ৷ বিরসা দাশগুপ্তর এই ছবিতেও তিনি স্ক্রিনশেয়ার করতে চলেছেন দেবের সঙ্গে ৷ এরই মাঝে শুক্রবার তিনি শেয়ার করলেন তাঁর নতুন লুক ৷

ফটোশুটের এই ঝলকটি শেয়ার করে তিনি লিখলেন, "তাঁর নিজস্ব আনন্দময় জগতে থাকতে পেরে ভীষণ খুশি এক মেয়ে ৷" এদিন তাঁকে দেখা গেল পাথর বসানো ঝলমলে পোশাকে ৷ তাঁর সঙ্গে অনুরাগীদের মন ভোলানো হাসি তো ছিলই ৷ আর সত্যি খুশি তো হওয়ার কথাই ৷ বৃহস্পতিবারই খবর মিলেছে আগামিদিনে সৃজিত মুখোপাধ্য়ায়ের সঙ্গেও জুটি বাঁধতে চলেছেন রুক্মিণী, বিপরীতে অবশ্যই দেব ৷ গতকাল দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে এসেছে অফিসিয়াল ঘোষণা ৷ আগামী বছর মুক্তি পাবে সেই ছবি ৷

এর আগে 'জুলফিকার' ছবিতে সৃজিতের সঙ্গে কাজ করেছিলেন দেব ৷ যদিও মাল্টিস্টারার সেই ছবিটি ছিল ভিন্ন প্রযোজনা সংস্থার ৷ আর তাঁর দারুণ অভিনয় নজরও কেড়েছিল অনেকেরই ৷ অর্থাৎ, দ্বিতীয়বার সেই পরিচালনায় কাজ করতে দেখা যাবে দেবকে ৷

নতুন লুকে ক্যামেরাবন্দী রুক্মিণী

আরও পড়ুন:সান দিয়োগের আন্তর্জাতিক ইভেন্টে মুক্তি পাচ্ছে ট্রেলার, বিগ বি প্রভাসের 'প্রজেক্ট কে' নিয়ে বড় ঘোষণা নির্মাতাদের

অন্যদিকে কানাঘুষো এও শোনা যাচ্ছে সৃজিত নাকি কাজ করতে চেয়েছিলেন রুক্মিণীর সঙ্গেও ৷ তবে সেই ছবিতে দেব ছিলেন না ৷ সেই প্রস্তাব নাকি ফিরিয়ে দেন অভিনেত্রী ৷ এরপর এমন খবরও সামনে আসে দেবকে ব্যোমকেশ আর রুক্মিণীকে সত্য়বতী হিসাবে নিয়ে নাকি 'ব্যোমকেশ ও দূর্গ রহস্য' ছবির কাজে হাত দেবেন সৃজিত ৷ তবে পরে জানা যায়, এই খবর ভুল ৷ সৃজিতও একই গল্প নিয়ে ছবি বানাচ্ছেন ঠিকই তবে তাঁর ব্যোমকেশ অনির্বাণ ভট্টাচার্য ৷ আর দেবের সঙ্গে 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' ছবি বানাচ্ছেন বিরসা দাশগুপ্ত ৷ এবার কিন্তু আর জল্পনা নয় ৷ আগামী বছর সৃজিতের পরিচালনায় প্রথমবার রূপোলি পর্দায় মুক্তি পাবে দেব-রুক্মিণী অভিনীত ছবি ৷

ABOUT THE AUTHOR

...view details