কলকাতা, 27 জুন:প্রায় দুই সপ্তাহ আগে ব্যোমকেশের সত্যবতীর ঝলক নিজেই শেয়ার করেছিলেন রুক্মিণী মৈত্র ৷ হাতে পুরোনো আমলের বায়নাকুলার প্রেমে ভরা চোখ রুক্মিণীর সে লুক অনেককেই মনে করিয়ে দিয়েছিল চারুলতার কথা ৷ আর এবার রুক্মিণীর জন্মদিনে সামনে এল তাঁর প্রথম লুকের অফিসিয়াল পোস্টার ৷ 'ব্য়োমকেশ ও দূর্গরহস্য়' ছবিতে দেবের বিপরীতে সত্যবতী যে রুক্মিণী এ খবর সামনে এসেছিল আগেই ৷ এবার সামনে এল বহু প্রতিক্ষীত সেই লুক ৷
এদিন প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্টের ভেঞ্চার্সের পক্ষ থেকেই শেয়ার করা হয়েছে পোস্টারটি ৷ পোস্টারের ক্যাপশানে লেখা হয়েছে, " রুক্মিণী মৈত্রের জন্মদিন উপলক্ষ্যে সামনে এল ব্য়োমকেশ ও দূর্গরহস্য় ছবির সত্য়বতীর প্রথম লুক ৷" শরদিন্দু বন্দোপাধ্য়ায়ের গল্প অবলম্বনে এই ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন বিরসা দাশগুপ্ত ৷
বাঙালি চিরকাল গোয়েন্দা প্রিয় জাতি ৷ তাই তার মনের খোরাক জোগান দিতে সাহিত্যিকদের কলমে উঠে এসেছে ফেলুদা, ব্যোমকেশ, কিরিটি রায়, শবর দাশগুপ্তের মতো একাধিক গোয়েন্দা ৷ বইয়ের পাতা থেকে রূপোলি পর্দাতেও জায়গা করে নিয়েছেন অনেকেই ৷ ঠিক যেমন ব্যোমকেশ চরিত্রে উত্তমকুমার থেকে শুরু করে আবির চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, সুজয় ঘোষ, সুশান্ত সিং রাজপুতের মতো অনেক অভিনেতাকেই দেখা গিয়েছে ৷
আরও পড়ুন:'সাবধান...সে ফিরছে', হাজির শাশ্বতর 'আবার প্রলয়' সিরিজের পোস্টার এবার সেই চরিত্রে অভিনয় করবেন দেব ৷ তাই তিনি কতটা মন জয় করতে পারেন সেদিকে তো নজর থাকবেই ৷ আবার অন্য়দিকে 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' বানাচ্ছেন সৃজিত মুখোপাধ্য়ায়ও ৷ তিনি আবার তাঁর গোয়েন্দা হিসেবে বেছেছেন অনির্বাণ ভট্টাচার্যকে ৷ সুতরাং এই দ্বৈত লড়াই কেমন জমে সেটাই এখন দেখার ৷ তবে মঙ্গলবার সামনে আসা পোস্টারে সত্যবতীকে দেখা গেল একেবারে ঘরোয়া সাজে ৷ তাঁর পরনের শাড়ি এবং ব্লাউজও বেছে নেওয়া যুগের সঙ্গে সামঞ্জস্য় রেখেই ৷ সব মিলিয়ে বেশ নজর কাড়লেন নায়িকা ৷ আগামী 11 অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'ব্য়োমকেশ ও দূর্গরহস্য়' ৷