হায়দরাবাদ, 6 মার্চ: সোমবার হায়দরাবাদ বিমানবন্দরে দেখা গেল দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়রকে (NTR Jr Jets off to US For Oscars)৷ তাঁর গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র ৷ কারণটা অবশ্য বলে দেওয়ার কোনও প্রয়োজন নেই ৷ কারণ গোটা দেশের মতোই এখন তাঁরও পাখির চোখ শুধুই অস্কার (Oscars 2023)৷ হায়দরাবাদ বিমানবন্দরে এনটিআর জুনিয়ারের (RRR fame actor NTR Jr) ছবি এবং ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
ভাইরাল হওয়া ফুটেজে দেখা গিয়েছে অভিনেতার পরনে রয়েছে একটি বেইজ হুডি এবং কালো ট্রাউজার । বিমানবন্দরে ভক্তদের সঙ্গে করমর্দন করতে এবং উপস্থিত সবার দিকে হাত নাড়তে দেখা যায় আরআরআর স্টারকে । এনটিআর জুনিয়র এবং রাম চরণ অভিনীত এসএস রাজামৌলীর আরআরআর-এর "নাতু নাতু" গানটি সেরা মৌলিক গানের বিভাগে অ্যাকাডেমি পুরস্কার পাওয়ার লড়াইয়ে রয়েছে ।
হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন 2023 গত সপ্তাহে জুনিয়র এনটিআর এবং আলিয়া ভাটকে "স্পটলাইট পুরস্কার" প্রদান করেছে । 95 তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে "নাতু নাতু"-র লড়াই যে গানগুলির সঙ্গে সেগুলি হল, "এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস" এর "দিস ইজ এ লাইফ", "টেল ইট লাইক আ ওম্যান" এর "অ্যাপ্লউজ" এবং "ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্দা" ফিল্মের "লিফ্ট মি আপ" ।