পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rohit on Cirkus Failure: '25-30টা ছবি বানালে তিন চারটে সার্কাসের মতো হবে', ব্যর্থতা নিয়ে মুখ খুললেন রোহিত - Rohit Shetty talks about cirkus failure

সম্প্রতি বক্স অফিসে একেবারেই ভালো ফল করতে পারেনি রোহিত শেট্টির সাম্প্রতিক ছবি 'সার্কাস' ৷ ছবির ব্যর্থতা নিয়ে বলতে গিয়ে পরিচালক বললেন, "দায় নিতে হবে আর বিশ্লেষণ করতেই হবে কী ভুল হল?"

Rohit on Cirkus Failure
বক্স অফিসে চলেনি সার্কাস মুখ খুললেন রোহিত

By

Published : Jul 15, 2023, 10:34 PM IST

মুম্বই, 15 জুলাই: সাধারণভাবে হিন্দি মশলা ছবির ক্ষেত্রে রোহিত শেট্টির নাম সবার আগে মনে পড়ে ৷ 'গোলমাল' থেকে শুরু করে 'সিংহম', 'সিম্বা'-র মতো একাধিক সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি ৷ কিন্তু সেই রোহিত শেট্টির সাম্প্রতিকতম ছবি 'সার্কাস' কিন্তু একেবারেই নজর কাড়তে পারেনি দর্শকের ৷ কেন এমন ব্যর্থতা? এবার তাই নিয়েই মুখ খুললেন রোহিত ৷

রোহিতের এই ছবিতে ছিলেন রণবীর সিং, বরুণ শর্মা এবং পূজা হেগড়ে ৷ শেক্সপিয়ারের 'কমেডি অফ এররস' অবলম্বনে তৈরি এই ছবির ব্য়র্থতা নিয়ে এবার মুখ খুললেন পরিচালক ৷ তিনি সম্প্রতি এক সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "এটা সত্যিই বেশ চমকপ্রদ ছিল আমার জন্য ৷ কিন্তু তোমাকে কী ভুল হল তা বিশ্লেষণ করতে হবে আর দায় নিতে হবে ৷ ভুল শোধরানোর চেষ্টা কর আর তারপর এগিয়ে যাও ৷"

'সার্কাস' অবশ্য় রোহিতের একমাত্র ছবি নয়, যা বক্স অফিসে তেমন সাফল্য পায়নি ৷ এর আগেও তাঁর ছবি মুখ থুবড়ে পড়েছে আর আবারও ঘুরে দাঁড়িয়েছেন তিনি ৷ সেকথা মাথায় রেখে তিনি বলেন, "আমার প্রথম ছবি জমিন-ও ভালো চলেনি ৷ সানডে বা দিলওয়ালে ছবিও ভালো ব্য়বসা দিতে পারেনি ৷ এটা চতুর্থবার হল ৷ আমার লক্ষ্য হল আমি মোট 25-30টি ছবি তৈরি করব ৷ তার মধ্যে আরও তিন-চারটে ছবি হয়তো 'সার্কাস'-এর মতো হবে ৷"
আরও পড়ুন:বন্ধ ঘর থেকে উদ্ধার অভিনেতার মৃতদেহ, তদন্তে পুলিশ

ছবি পরিচালনার জগতে প্রায় দুই দশক কাটিয়ে ফেললেন রোহিত ৷ তিনি বলেন, "আমি যখন আমার প্রথম ছবি জমিন কিংবা দ্বিতীয় ছবি গোলমাল শুট করছিলাম আমি ভাবতেই পারিনি আমি এমন ছবি বানাতে পারব যা আগামী দিনে ব্র্যান্ড হয়ে উঠবে ৷ কখনও ভাবিনি আমিই হব প্রথম ব্যক্তি যাঁর কপ ইউনিভার্স থাকবে ৷" আগামীতে রোহিতকে দেখা যাবে 'খতরো কে খিলাড়ি' সিজন 13-তে ৷ এই গেম-শো নিয়ে কথা বলতে গিয়েই এদিন ব্যর্থতা নিয়ে মুখ খুললেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details