মুম্বই, 10 মে : '83' ছবির দুরন্ত সাফল্যের অভিনেতা রণবীর সিং এখন অপেক্ষা করছেন তাঁর আসন্ন ছবি 'জয়েশভাই জোরদার'-এর মুক্তির জন্য় ৷ ইতিমধ্যেই সামনে এসেছে সেই ছবির ট্রেলার ৷ আর এরই মাঝে রণবীরের আরেকটি আসন্ন ছবির দিনক্ষণ পাকা হয়ে গেল ৷ 'সিম্বা' এবং 'সূর্যবংশী' ছবির পর ফের একবার রোহিত শেট্টির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রণবীর ৷ জানা গিয়েছে আসন্ন এই ছবি 'সার্কাস' তৈরি হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের অসামান্য নাটক 'কমেডি অব এররস'-এর ওপর ভিত্তি করে ৷
এর আগেই বাংলায় এই নাটকটি নিয়ে ছবি তৈরি হয়েছে ৷ 'ভ্রান্তিবিলাস' নামে প্রকাশ পেয়েছিল সেই ছবি ৷ সেবার পর্দায় যমজ ভাইয়ের চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন মহানায়ক উত্তম কুমার ৷ এবার সেই চটিতেই পা-গলাতে চলেছেন রণবীর সিং ৷ রণবীরের পাশাপাশি সিনেমায় অভিনয় করবেন পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজও ৷
গল্পের কাহিনি মূলত আবর্তিত হয় দু'ই যমজ ভাইকে কেন্দ্র করে যাঁরা একটি দূর্ঘটনায় আলাদা হয়ে যান ৷ এই কমিডি ছবি পর্দায় আসতে চলেছে 23 ডিসেম্বর (Cirkus Release Date)৷ নির্মাতাদের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "সার্কাস একটি সম্পূর্ণ পারিবারিক বিনোদনমূলক গল্প । সব জায়গায় সিনেমা হলে ছবিটি উদযাপন করার জন্য বড়দিনের ছুটির চেয়ে ভাল সময় আর নেই ৷"