হায়দরাবাদ, 8 জানুয়ারি: ক্রিসমাসে রিলিজ হওয়া 'সার্কাস' বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি ৷ তবে সার্কাস-এর ব্যর্থতায় মুষড়ে না-পড়ে রোহিত শেট্টি আপাতত ব্যস্ত তাঁর ওভার দ্য টপ ডেবিউ নিয়ে ৷ চলতি বছরই অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' (Indian Police Force) ৷ আপাতত সিরিজটির শেষ পর্বের শ্যুটিং চলছে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে ৷ শনিবার সেখানে শ্যুটিংপর্ব চলাকালীন আহত হলেন গোলমাল ফ্র্যাঞ্চাইজির পরিচালক (Rohit Shetty injured during Indian Police Force shooting) ৷ সেলাই পড়ল হাতে ৷
এদিন গাড়ির অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিং চলাকালীন ডান হাতে আঘাত পেয়েছেন পরিচালক ৷ যদিও এ নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই, 12 ঘণ্টারও কম সময়ের মধ্যে কাজে ফিরে অনুরাগীদের আশ্বস্ত করলেন পরিচালক ৷ সিরিজটির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা ৷ ওয়েব সিরিজে আত্মপ্রকাশ হচ্ছে পর্দার বিক্রম বাত্রারও ৷ সোশাল মিডিয়ায় সিদ্ধার্থের পোস্ট করা ভিডিয়োতে এসে শনিবার ভক্তদের বার্তা দেন রোহিত ৷ তবে হাতে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে ক্যামেরার সামনে এসেছিলেন পরিচালক ৷
আরও পড়ুন:গোয়া সফরের ছবি শেয়ার তমন্নার, বিজয় কোথায় প্রশ্ন ফ্যানেদের