পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rohit Shetty Injured: ওটিটি ডেবিউয়ের শ্যুটিং চলাকালীন রামোজি ফিল্ম সিটিতে আহত রোহিত শেট্টি - রামোজি ফিল্ম সিটিতে আহত রোহিত শেট্টি

হায়দরাবাদে শ্যুটিং চলছে ইন্ডিয়ান পুলিশ ফোর্সের ৷ সেই শ্যুটিংপর্বে গাড়ির একটি অ্যাকশন দৃশ্যে আহত হলেন পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty injured during Indian Police Force shooting) ৷

Rohit Shetty Injured
রামোজি ফিল্ম সিটিতে আহত রোহিত শেট্টি

By

Published : Jan 8, 2023, 6:23 PM IST

হায়দরাবাদ, 8 জানুয়ারি: ক্রিসমাসে রিলিজ হওয়া 'সার্কাস' বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি ৷ তবে সার্কাস-এর ব্যর্থতায় মুষড়ে না-পড়ে রোহিত শেট্টি আপাতত ব্যস্ত তাঁর ওভার দ্য টপ ডেবিউ নিয়ে ৷ চলতি বছরই অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' (Indian Police Force) ৷ আপাতত সিরিজটির শেষ পর্বের শ্যুটিং চলছে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে ৷ শনিবার সেখানে শ্যুটিংপর্ব চলাকালীন আহত হলেন গোলমাল ফ্র্যাঞ্চাইজির পরিচালক (Rohit Shetty injured during Indian Police Force shooting) ৷ সেলাই পড়ল হাতে ৷

এদিন গাড়ির অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিং চলাকালীন ডান হাতে আঘাত পেয়েছেন পরিচালক ৷ যদিও এ নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই, 12 ঘণ্টারও কম সময়ের মধ্যে কাজে ফিরে অনুরাগীদের আশ্বস্ত করলেন পরিচালক ৷ সিরিজটির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা ৷ ওয়েব সিরিজে আত্মপ্রকাশ হচ্ছে পর্দার বিক্রম বাত্রারও ৷ সোশাল মিডিয়ায় সিদ্ধার্থের পোস্ট করা ভিডিয়োতে এসে শনিবার ভক্তদের বার্তা দেন রোহিত ৷ তবে হাতে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে ক্যামেরার সামনে এসেছিলেন পরিচালক ৷

আরও পড়ুন:গোয়া সফরের ছবি শেয়ার তমন্নার, বিজয় কোথায় প্রশ্ন ফ্যানেদের

পাশাপাশি নিজের ইনস্টা হ্যান্ডেল থেকেও ভক্তদের আশ্বস্ত করেন বলিউডে কপ ইউনিভার্সের স্রষ্টা ৷ রোহিত লেখেন, "আবার গাড়ি নিয়ে ডিগবাজি ৷ তবে এ যাত্রায় দুই আঙুলে দু'টো সেলাই পড়েছে মাত্র ৷ চিন্তার কিছু নেই ৷ আমি দিব্যি রয়েছি ৷ তোমাদের ভালোবাসা পেয়ে আপ্লুত ৷ হায়দরাবাদে অ্যামাজন অরিজিনালসের জন্য ইন্ডিয়ান পুলিশ ফোর্সের শ্যুটিং চলছে ৷"

আরও পড়ুন:বিএএফটিএ-র মঞ্চেও জায়গা করে নিল রাজামৌলির 'আরআরআর'

শনিবার পরিচালকের মুখপাত্রের তরফে জারি করা এক বিবৃতি দেখে রোহিতের দুর্ঘটনার বিষয়ে জানতে পারেন অনুরাগীরা ৷ তবে বড়সড় কোনও বিপদ না-হওয়ায় হাফ ছেড়েছেন তারা ৷ সিদ্ধার্থ মালহোত্রা ছাড়াও ইন্ডিয়ান পুলিশ ফোর্সের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন শিল্পা শেট্টি, বিবেক ওবেরয় ৷ মুমব্ইয়ে সিরিজটির শ্যুটিংপর্বে পায়ে চোট পেয়েছিলেন শিল্পা ৷ গোয়ায় শ্যুটিং চলাকালীন হালকা চোট পেয়েছিলেন সিদ্ধার্থও ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details