পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rohaan's New Film: সৌভিকের নতুন ছবিতে সঙ্গী রোহন-সংযুক্তা, গণেশ চতুর্থীতেই শুরু হল শুটিং - রোহন ভট্টাচার্য

সৌভিকের নতুন ছবিতেও তাঁর হাত ধরতে চলেছেন রোহন ভট্টাচার্য ৷ 'হোস্টেল ডেজ'-এর মতো সিরিজের জেরে এখ অতি পরিচিত মুখ রোহন ৷ তাঁর সঙ্গে ছবিতে দেখা যাবে সংযুক্তা চক্রবর্তীকে ৷

Rohaan New Film
গণেশ চতুর্থীতে শুরু হল রোহনের নতুন ছবির শুটিং

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 1:47 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর:'বিজয়া দশমী', '60-এর পরে', 'বরফি', 'ব্রহ্মা অর্জুন', 'ওয়ার্ল্ড ইজ মাইন'-এর পর এবার একটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক সৌভিক দে ৷ সৌভিকের এটি ছয় নম্বর কাজ । এই ছবির নাম এক্ষুণি বলতে নারাজ পরিচালক । গল্প নিয়েও তেমন কিছুই জানাননি তিনি ৷ মঙ্গলবার গণেশ চতুর্থীর দিন থেকেই কলকাতায় শুটিং শুরু করলেন সৌভিক । শুটিং চলছে সল্টলেকে ।

সৌভিকের নতুন ছবির গল্পের নায়ক আমেরিকা থেকে নিজের দেশে ফিরেছেন । তিনি আইটি সেক্টরের কর্মী । মা-বাবার বিবাহ বার্ষিকীকে কেন্দ্র করে ঘটবে নানান ঘটনা । ছবিতে এই চরিত্রটিতে দেখা যাবে রোহন ভট্টাচার্যকে ৷ রোহনের পাশে থাকবেন সংযুক্তা চক্রবর্তী । এই নতুন জুটির দুর্দান্ত রসায়ণ ছবিতে তুলে ধরবেন পরিচালক । ইতিমধ্যেই রোহন সৌভিকের পরিচালনায় 'ব্রহ্মা অর্জুন' সিরিজের কাজ শেষ করেছেন ।

রোহন এদিন শুটিংয়ের ফাঁকেই ইটিভি ভারতকে বলেন, "সৌভিকের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ হতে চলেছে । পরিচালনায় ভালো দক্ষতা আছে ওর । আমি তো বলব বেশ একটা সাউথ ইন্ডিয়ান টাচ আছে । বোধহয় খুব সাউথ ইন্ডিয়ান ছবি দেখে । ওর মেকিং, ওর ভাবনা বেশ অন্যরকম । সহজ কথায় খুব স্টাইলিশ । 'ব্রহ্মা' করলাম ওর পরিচালনায় । কাজ করার অভিজ্ঞতাও বেশ ভালো । খুব ব্যস্ততার মধ্যে ছিলাম । ঠিক করে স্ক্রিপ্ট পড়ারও সুযোগ পাইনি । আজ প্রথম শুটিং । আজই সবটা জানতে পারব । "

আরও পড়ুন:'পুরুষের টাকা কখনও স্বাধীনচেতা নারীকে টলায় না', বিতর্কের মাঝেই পোস্ট সায়ন্তিকার

কাহিনি ও চিত্রনাট্য সবই লিখেছেন সৌভিক । ক্যামেরায় অর্ণব গুহ । চিত্রনাট্য লিখেছেন রন্তিদেব দাস । শুধুমাত্র কলকাতাতেই হবে এই ছবির শুটিং । ছবির প্রযোজনায় সৌমেন চট্টোপাধ্যায় । প্রসঙ্গত, এর আগে সিনেমা, শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজ সবই বানিয়েছেন সৌভিক । বানিয়েছেন হিন্দি ছবি 'ওয়ার্ল্ড ইজ মাইন' । অন্যদিকে রোহন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা । এই মুহূর্তে অবশ্য বড় পর্দায় এবং ওয়েবেই মন দিয়েছেন তিনি ।সংযুক্তা নতুন হলেও কাজ করেছেন বেশ কয়েকটি ।

ABOUT THE AUTHOR

...view details