পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rocky Aur Rani Kii Prem Kahaani first look: করণের জন্মদিনে হাজির 'রকি অউর রানি'র প্রথম লুক - Rocky Aur Rani Kii Prem Kahaani first look

পরিচালক করণ জোহরের 51তম জন্মদিনে সামনে এসেছে তাঁর পরবর্তী ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র পোস্টার। রণবীর ও আলিয়া লুক নিয়ে মজেছে নেট দুনিয়া । ছবিতে রয়েছেন বাংলার দুই অভিনেতাও ।

Rocky Aur Rani Kii Prem Kahaani first look
হাজির রকি আর রানি'র প্রথম লুক

By

Published : May 25, 2023, 1:56 PM IST

হায়দরাবাদ, 25 মে: প্রতীক্ষার অবসান ঘটিয়ে সামনে এসেছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির পোস্টার। পরিচালক করণ ফিল্মি কেরিয়ারে কাটিয়ে ফেলেছেন 25 টি বছর। বলা বাহুল্য সিলভার স্ক্রিনে সিলভার জুবিলি উদযাপনে নতুন ছবির পোস্টার প্রকাশ্যে এনে বিশেষ দিনটি উদযাপনে ব্যস্ত করণ। পরিচালকের 51 বছরের জন্মদিনের দিনেই সামনে আনলেন রকি আর রানির ফার্স্ট লুক।

লাইট, ক্যামেরার দুনিয়াতে থাকলেও প্রায় 7 বছর পর করণের মুখে শোনা গিয়েছে 'অ্যাকশন' ৷ অর্থাৎ অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির 7 বছর পর পরিচালনা করেছেন তিনি ৷ ফলে এই ছবি ঘোষণার পর থেকে লাভ গুরু করণ যতটা না উচ্ছ্বসিত ছিলেন হয়তো তার থেকে বেশি উচ্ছ্বসিত ছিলেন দর্শকেরা । ফলে এতটুকু সময় নষ্ট না করে, করণের পোস্ট সোশাল মিডিয়ায় আসা মাত্রই তা ছড়িয়ে পড়েছে নিমেষে। রকি রণবীর সিং ও রানি আলিয়া ভাটের দুর্দান্ত লুক ইতিমধ্যেই চর্চায় ।

পরিচালক একাধিক ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। তার সঙ্গেই পরিচয় করিয়েছেন ছবিতে দুটো পরিবারের সঙ্গে । রণবীরের রান্ধাওয়া পরিবার ও আলিয়ার চট্টোপাধ্যায় পরিবার । পরিচয় করিয়েছেন ছবির কলাকুশলীদের সঙ্গেও । ধর্মেন্দ্র, জয়া বচ্চন, সাবানা আজমি ছাড়াও রয়েছেন বাংলার টোটা রায় চৌধুরি ও চূর্ণী গঙ্গোপাধ্যায় । পোস্টে করণ লিখেছেন, " পরিচয় করুন রান্ধাওয়া ও চট্টোপাধ্যায় পরিবারের সঙ্গে । আর এই দুটো পরিবারকে নিয়ে কাহানি শুরু । পরিবারের শক্তি নির্ধারণ করবে প্রেমের ভাগ্য । আসুন এই পরিবারে অংশগ্রহণ করুন আপনিও 28 জুলাই।"

অভিনেতা রণবীর সিং-ও সোশাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, "ইয়ারো কা ইয়ার ও দিলো কা দিলদার- রকি ।" শেয়ার করেছেন তাঁর রানি অর্থাৎ আলিয়া ভাটের পোস্টারও। পোস্টারে রণবীর সিং-কে দেখা গেল ফাঙ্কি সানগ্লাস এবং গলায় একটি সোনার চেন পরে। শার্টের খোলা বোতামের ফাঁক থেকে নজরে পড়েছে চওড়া ছাতিও। আরেকটি পোস্টারে অভিনেতা পরেছিলেন স্টাডেড লেদার জ্যাকেট। জোয়া আখতারের গল্লি বয়ের পর আলিয়া-রণবীরের কেমিস্ট্রি ধরা পড়েছে এই ছবিতে।

আরও পড়ুন: ব্যস্ত 'সত্যপ্রেম কি কথা'র শুটিংয়ে, সেটের ঝলক শেয়ার কার্তিকের

প্রসঙ্গত, বুধবার রকি অউর রানি কি প্রেম কাহানি-র একঝলক দেখান করণ জোহর। সঙ্গে ছিল তার প্রথম সিনেমা কুছ কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গম , মাই নেম ইজ খান এবং এ দিল হ্যায় মুশকিল-সহ বেশ কয়েকটি সিনেমার ঝলকও। লেখেন, "পরিচালকের চেয়ারে বসার পর ম্যাজিকাল 25 টি বছর। আমি শিখেছি, আমি বড় হয়েছি, কেঁদেছি, হেসেছি… আগামিকাল আমার হৃদয়ের আরেকটা টুকরো আপনাদের দেখাব। এমন এক গল্প যার ছত্রে ছত্রে প্রেম। আপনাদের সঙ্গে উদযাপন করব আমার এবারের জন্মদিন।"

ABOUT THE AUTHOR

...view details